আরো এক সম্ভাবনাময় তরুন প্রজুক্তিবিদের অস্বাভাবিক মৃত্যু!!

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২৩ নভেম্বর, ২০১৪, ০৭:২৪:৪১ সন্ধ্যা

রোড এক্সিডেন্ট নামক ভয়ংকর মৃত্যু দুত কেড়ে নিল এ দেশের আরো এক সম্ভাবনাময় তরুন প্রজুক্তিবীদ! উড়ো বাতাসে শোনা যায় এই দেশের এমন ব্রিলিয়েন্টদের নাকি কোন এক অপশক্তি বাঁচতে দেয় না! এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।



খবরঃ বাংলাদেশের প্রথম বাতাসচালিত মোটরসাইকেলের উদ্ভাবক হবিগঞ্জের হাফেজ নুরুজ্জামান (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্নালল্লাহে-অইন্না-ইলাহে রাজেউন।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে নুরুজ্জামানসহ ৪ যাত্রী নিহত হন।

নিহত নুরুজ্জামান হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কৃষক সৈয়দ আলী ও রোকেয়া বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নুরুজ্জামানসহ আরো ৬ যাত্রীসহ প্রাইভেট কারযোগে ঢাকা যাচ্ছিলেন। কারটি ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় তিন যাত্রী নিহত ও নুরুজ্জামানসহ চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

এ বছরের ৫ মার্চ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় আনুষ্ঠানিকভাবে বাতাস চালিত মোটরসাইকেলে চড়েন এর উদ্ভাবক হাফেজ নুরুজ্জামান। তার উদ্ভাবিত সাইকেল চালাতে লাগবে না তেল-পেট্টোল। শুধুমাত্র বাতাসের ওপর ভর করেই চলবে পরিবেশ বান্ধব এ সাইকেল।

তিন ভাই, ৩ বোনের মধ্যে নুরুজ্জামান সবার ছোট। তিনি চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287290
২৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
অনেক পথ বাকি লিখেছেন : ওমাইগড বলেন কি? Surprised দুঃখজনক
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৯
230953
মোঃ আবদুর রহিম লিখেছেন : হুম পত্রিকায় দেখেছি।
287339
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইন্নালইলাহে ও্য়াইন্নাইলাইহে রাজিউন।
এই দুর্ঘটনা তো সন্দেহজনক। তার উদ্ভাবনাটি অসম্ভব কিছু ছিলনা।
287391
২৪ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৩
নাছির আলী লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। সত্যিই যদি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে আল্লাহ তাকে শহিদি মৃত্যু দান করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File