কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকর চান সোহাগপুরের বিধবার!!
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ০৯ নভেম্বর, ২০১৪, ১২:৪০:৫১ দুপুর
কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকর চান সোহাগপুরের বিধবারা- প্রথম আলো
সকলের পরনে দেখি একই রং এর কাপড়। সোহাগপুরের এই বিধবারা কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকর চাইতে এসেছেন নাকি দানের কাপড় পরে ফটো সেসন করেছেন!?? গাঞ্জা পাবলিকেও খায় না শুধু আপনারাই?
ভালোভাবে লক্ষ করুন। মিথ্যাচারের উজ্জল দৃষ্টান্ত হতে পারে এই ফটো ও শিরোনাম।
অনুরোধ আগে আপনারা বদলান, তারপর জনগনকে বদলানোর চেষ্টা করুন।
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন