যদি আমরা এখনে মারাও যাই মনে রাখবে এতেই আমাদের মঙ্গল রয়েছে।"
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ০৫ নভেম্বর, ২০১৪, ০৯:১৪:০৫ রাত
বিবাহের পর স্বামী-স্ত্রী দুজনে বেড়াতে বের হলেন। নৌকায় ছড়ে নদী পথে দুজন গন্তব্যের উদ্দেশ্যে চললেন। হঠাৎ তারা ঝড়ের কবলে পড়ে। স্ত্রী দৈর্য্য হারা হয়ে পড়ে। লোকটি তাকে যতই বুঝায় কিন্তু সে অবুঝের মত আচরন করে যায়। এক পর্য়ায়ে লোকটি খাপ থেকে তলোয়ার বের করে স্ত্রীর গলায় ধরে। এ দেখে স্ত্রী হাসতে থাকে! স্বামী তাকে প্রশ্ন করে, 'তুমি হাসছ কেন?' স্ত্রী বলল, "আমি জানি আপনি আমায় মারবেন না। কারন আপনি আমায় ভালোবাসেন" তখন লোকটি বলে, আমি তোমায় যতটুকু ভালোবসি তার চেয়ে আমাদের সৃষ্টিকর্তা আমাদের শতগুন বেশি ভালোবাসে। আজ যদি আমরা এখনে মারাও যাই মনে রাখবে এতেই আমাদের মঙ্গল রয়েছে।"
উপরের গল্প/ঘটনা সত্য কি মিথ্যা সেটা জানি না। তবে বিশ্বাসী মানুষেরা তার সৃষ্টিকর্তার প্রতিটি পদক্ষেপকেই নিজেদের কল্যানের জন্য মনে করে।
সেকুলার ও অবিশ্বাসীরা একটি প্রশ্ন বারবার সামনে আনেন, কাদের মোল্লা, মীর কাশেম, কামরুজ্জামানরা কোথা থেকে এত সাহস পায়!
কেন তারা মৃতু্্যর কথা শুনেও ভি চিহ্ন দেখান। কিভাবে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নেওয়ার প্রস্তুতি নেন!
উপরের ঘটনা/গল্পটাই তাদের উপরের প্রশ্নগুলোর উত্তর হতে পারে।
ফেসবুকে আমাকে খুঁঝে পেতে ক্লিক করুন
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন