ছাত্রশিবির আর ছাত্রলীগ, তপাৎ কত??
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২৫ জুন, ২০১৩, ০২:৫১:৪৮ দুপুর
ছাত্র শিবিরের দুই গ্রুপের মধ্যে বন্ধুকযুদ্ধ। এক শিশু ও এক পথচারী নিহত। পথচারী সহ আহত বহু সাধারন লোক!
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজী সহ গুরুত্বপুর্ণ অনেকেই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ও আহতদের জন্য সাহায্য নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!
দোষিদের দৃষ্টান্তমুলক সাজা দেওয়ার ঘোষনা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশের শুশীল সমাজের প্রতিনিধি সবাই এই মুহুর্তে ছাত্র শিবিরকে নিষিদ্ধের দাবী জানিয়েছেন। প্রতিটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচক সবাই জঙ্গী শিবিরকে নিষিদ্ধের জোর দাবী জানিয়েছেন। এই জঙ্গী সংগঠনকে কারা এত অস্র দিয়েছে তা খুঁজে বাহির করার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট জনেরা!
কি ভাই, আজগুবী নিউজ মনে হচ্ছে? হ্যাঁ আপনার ধারনা ঠিক। এটা সম্পুর্ণ ফেইক নিউজ! বাস্তবে শিবিরের দুই গ্রুপে মারামারিরি ঘটনা বাংলাদেশে এখনো হয়নি!
তবে আজ ছাত্রলীগের দুই গ্রুপে বন্ধুক যুদ্ধে দুই জন মারা গেছে। আহত হয়েছেন অনেক কয় জন। কিন্তু যদি সত্যিকারেই শিবিরের দুই গ্রুপে মারামারি হত তাহলে এতক্ষনে উপরের নিউজটির সব কিছুই ঘটে যেত! আমাদের শুশীলেরা শিবিরকে এতক্ষনে নিষিদ্ধ করেই ছাড়তেন! এখন যেহেতু প্রগতিশীলের সোনার ছেলেরা করেছে তাই সবার মুখে আঠা! যেন কিছুই হয়নি! একটা স্বাভাবিক ঘটনা!
জয় বাংলা!
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন