কানাইঘাটের গাছবাড়ী বাজারে দুই গ্রামের স;ঘর্ষ।

লিখেছেন লিখেছেন জসিম গাছবাড়ী ২১ জানুয়ারি, ২০১৩, ০৫:৫৩:৩৯ বিকাল

কানাইঘাটের গাছবাড়ী বাজারে দুই গ্রামের স;ঘর্ষ।

গাছবাড়ী থেকে জসিম উদ্দিন:

পুর্ব বিরোধের জের ধরে কানাইঘাটের গাছবাড়ী বাজারে গোয়ালজুর ও আমর পুর এ দুই গ্রামের মধ্যে স;ঘর্ষ হয়েছে।জানা যায় জায়গা নিয়ে চৌদ্দ মৌজার মধ্যে দীর্ঘ দিন থেকে এলাকায় বিরোধ চলে আসছিল।এক পর্যায়ে তারা দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে,এক পক্ষের নেতৃত্ব দেন গোয়ালজুর গ্রামের হাজী আব্দুল জলিল অপর পক্ষের নেতৃত্ব দেন তার আপন ভাই আব্দুল লতিফ।জায়গা নিয়ে মামলার জের ধরে হঠাৎ করে স্থানীয় গাছবাড়ী বাজারে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা শুরু হয়,এতে পুরো বাজারে এত;ক ছড়িয়ে পরে।হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের প্রায় দশ জন আহত হয়েছেন।এদের মধ্যে তিন জনের অবস্তা আশ;কা জনক।স;ঘর্ষের এক পর্যায়ে স্থানীয় জনতা একত্রিত হয়ে তাদের তারা দেয়,তারা খেয়ে দু পক্ষ বাজার থেকে পালিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File