আজকে ওডেস্কে কাজ করার জন্য একটা পোষ্ট দেখলাম
লিখেছেন লিখেছেন অমেদুল ইসলাম ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩৯:২১ রাত
আজকে ওডেস্কে কাজ করার জন্য একটা পোষ্ট দেখলাম। আর এজন্যই সাহস করে পোষ্টটি লিখছি।কেউ যদি মনে করেন ব্লগ শুধু বিনোদন, ঝগড়া-বিবাদ এইসব করার জায়গা তাহলে ভুল করবেন। আমি মনে করি যে কোন প্রয়োজন মেটাতে ব্লগ লিংক বিল্ডআপ এর কাজ করতে পারে।এখন মূল কথায় আসি, আমি মূলত মাইক্রোজব করি এবং এর জন্য আমার প্রায় ১০০+ লোক প্রয়োজন। সেই সাথে সবাই বাংলাদেশী হলে ভাল হয়।পেমেন্ট দিতে সুবিধা হবে। যারা কাজ করতে আগ্রহী তারা মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি মনে করি এই বিশ্বায়নের যুগে আমাদের দেশের ছেলে-মেয়েরা ফ্রিল্যান্সিং হতে অনেক পিছিয়ে।তাই আসুন ওডেস্কের মত বড় মার্কেটে ঢোকার আগে ছোট জব শিখি।সময়ের অভাবে বিস্তারিত লিখতে পারছি না। কাজের ধরন হয়ত সবাই জানেন...যেমন: ফেসবুক লাইক, কমেন্ট,ই-মেইল সাবমিট, সার্ফ,ভোট,আর্টিকেল রাইটিং,বুকমার্ক..এসব ধরনের। আমি মনে করি যারা অনলাইনে আয়ের পথঘাট চেনেন না তাদের জন্য কিছুদিন মাইক্রোজব বেস্ট হবে। যাই হোক এই কাজ করার পর প্রধান ঝামেলা হচ্ছে পেমেন্ট নিয়ে। এখন পাইযা থেকে বাংলাদেশে টাকা পাঠানো মাত্র ৫ দিনের ব্যাপার।পাইযা ফি নেয় ৩$। আার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন, মিনিমাম পেআউট সহ অন্য ঝামেলাত আছেই। যারা কাজ করবেন তারা আমার কাছ থেকে সরাসরি বা মোবাইল ফ্লেক্সি বা ব্যাংক ট্রান্সফার বা সরাসরি নিতে পারেন। আমি প্রতি মাসে এখন ৫০$+ আয় করি। অবশ্য মাইক্রোজব এ এর থেকে বেশি হবারা কথাও না। তবে সময় ব্যায় করতে পারলে আরো আয় করা সম্ভব।...................এখন অনেকেই হয়ত বলবেন যে আমি টাকা হাতে পেয়েছি কিনা..কথা না বাড়িয়ে কয়েকটা স্ক্রিন শট দিয়ে দিলাম দেখুন। আর যোগাযোগ করুন গুগল টক এর মাধ্যমে।আমি গুগল টকে সবাইকে কাজের ইন্সট্রাকসন দিয়ে থাকি। .
আমি মনে করি যারা আমার মত ছাত্র তাদের জন্য এটা অনেক উপকারী হবে।যারা টাকাওয়ালা মানুষ তারা দয়া করে এই ব্লগে আসবেন না।
My last one week balance.....
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন