টকশো প্রসঙ্গে............

লিখেছেন লিখেছেন অমেদুল ইসলাম ২৯ আগস্ট, ২০১৩, ১১:০২:৩০ সকাল

দিগন্ত টিভি চলে যাবার পর থেকে সংবাদ খুব একটা দেখিনা তবে টকশোগুলো নিয়মিত দেখার চেষ্টা করি আর খুজে ফিরি আমার প্রিয় মুখগুলো। প্রতিদিন রাত বারটা বাজলেই এ চ্যানেল ও চ্যানেল ঘুরে ফিরি আর খুজি আমার প্রিয় ব্যাক্তিত্ব ড.পিয়াস করিম, ড: আসিফ নজরুল, ড: তুহিন মালিক, মনির হায়দার, বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকে। তবে প্রতিদিন রাত বারটায় মনির হায়দারের উপস্থাপনায় সংবাদপত্র পর্যালোচনা হয় সবাইকে দেখার অনুরোধ করছি। এখন সব চ্যানেলত সরকারের বিলবোর্ড হয়ে গেছে.......

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File