ডায়েরীর পাতায় যেখানে শুধুই পেন্সিল দিয়ে লিখতে হয় কলমের কালির প্রবেশ নিষেধ......
লিখেছেন লিখেছেন নতুন মস ০১ এপ্রিল, ২০১৩, ১১:৩৩:৪৮ রাত
আজও ভালবাসি আমি
নিঝুম রাত,
ঝিঝি পোকার বেসুরা সুর
আমায় খুব টানে,
এই পোকাটির একটি বিশেষ রহস্য আছে
গাইয়া গাইয়া ভাব জাগিয়ে তোলে মনের মাঝে।
কুটকুটে অন্ধকারে মিটিমিটি জোনাকিদের আলো
ওহ চমত্কার!
আমায় ঘোরের জগতে নিয়ে যায়।
বড্ড গ্রাম্য আমি।
এখন খুব নিরবে
আড়ালে আড়ালে
চোখের জলেই
ভাবি আমি ওদের স্মৃতি।
কেউ টেরও পায় না।
কাউকে টের পেতে দিতে আমার ভালও লাগেনা।
কিছু মন খারাপের সুরের
স্মৃতি
একা এক উপভোগ করতে তাতে বেশ লাগে।
আজও ছুঁয়ে দিয়ে যায়
আকাশের সেদিনের রং।
রং ছড়ানো ঢং।
যেমনটি আজ হারিয়ে ফেললাম ঐ ঘরটিকে।
ঐ বাসাটিকে।
আমার প্রিয় ধোয়া ছড়ানো বারান্দাটিকে।
আমার প্রিয় প্রতিবেশীদেরকে ।
ঐ চড়ুই পাখিগুলোকে যারা বান্দায় উকি দিত প্রায়।
হারানোর পৃথিবীতে
হারাতে হারাতে
বড় পাওয়া হচ্ছে এক টুকর স্মৃতি।
তবে নতুন একটা বাসায় উঠলাম ।
নতুন পরিবেশ
নতুন একটু অনুভূতি
বড় এক ঘেয়েমি পৃথিবীতে এই পরিবর্তন টুকু
বেশ লাগে।
সারা দিন বাপ বেটির ঝাড়ু নিয়ে ছোটা ছুটি
ঘর দোর পরিস্কার করা।
কেমন যেন ভাল লাগে।
তবু
ঘুম খাওয়া দাওয়া চলতে থাকা এ
জীবনের প্রতি একঘেয়েমি আর এক রাশ বিরক্তি বাসা বাধে মাঝে মাঝে
মনে হয়
পরিবর্তন করা দরকার।
হেই জীবন চল
দূরে চলে যাই।
অজানা রাস্তায়
হেটে হেটে হারায়
নিজেকে হারায়।
গভীর রাতঃ১১.৩০
১/৪/১৩
কিছু স্মৃতি কিছু বিস্মৃতি আর কিছু ডায়েরীর পাতা যেখানে শুধুই পেন্সিল দিয়ে লিখতে হয়
কলমের কালির প্রবেশ নিষেধ......
বিষয়: বিবিধ
৯৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন