মাদকাসক্তদের প্রতি ভালবাসা
লিখেছেন লিখেছেন নতুন মস ৩০ মার্চ, ২০১৩, ০৪:৫০:৫৯ বিকাল
"কাঁটা হেরী খান্ত কেন কমল তুলিতে
দুঃখ বিনা সুখ
হয় কি মহিতে"
যত্সামান্য অনুভুতিও বুঝি পৃথিবীতে আর রইল না।
ক্ষণে ক্ষণে জীবনের প্রতি এক প্রকার মরণ নামক কালো ছায়া ঘিরে ধরছে তোমাকে আমাকে আমাদেরকে।সত্যি বলতে বেঁচে থাকা বড়ই বিষ্ময়কর অনুভূতি।
তুমি যখন
ঘুমের ঔষুধ খেয়ে বুত হয়ে ঘুম পারা।
সারা দিন বিছানার ডুব দিয়ে ঘোরে ঘুম পাড়া শেষ কর।
শেষ বিকালে দিকে অনাকাক্ষিত ভোর হয় তোমার,
এলোমলে চুলে বাথরুমে ব্রাশ নিয়ে ঢুকে পর।সময় কেটে যায় অবহেলা অযন্তে কিছু না পাওয়া।ঘড়ির কাঁটা বিপরীতে চলতে তুমি সর্বদায়।মাঝে মাঝে ভাবতাম ঘড়ির কাঁটা তোমার কথায় চলে।
তারপর গো গ্রাসে সকাল দুপুরের ক্ষুধার্ত পেটে নিরানন্দভাবে কিছু চালান দেওয়ায় ছিল তোমার নিত্যদিনের অভ্যাস।
এরপর সন্ধ্যা নামে শুকতারা জল জল করে আকাশে ওঠে
মৃদু মৃদু আলো আর গাছের ছায়া ভুতড়ে মায়াবী পরিবেশ এখানে তুমি
মেটো পথ চারিদিকে ক্লান্ত ক্লান্ত গাছেদের মাঝ দিয়ে হেটে চলে যাও দূর গঞ্জে।
যেখানে অপেক্ষা করে রয়েছে সর্বনাশা জুয়ারুর দল
অথবা
বুত হয়ে যাওয়া গাঞ্জা আর মদ খোররা এক দুই তিন পেগ করে মাতাল হওয়ার অপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা।
বিশাল স্বপ্ন আর চিন্তার গভীর পৃথিবীকে কখন নেশার রাজ্যে ডুব দেয়। ধুঁকে ধুঁকে তাকে খেয়ে ফেলে সে টেরও পায় না।
ভাঙ্গা গড়ার দুনিয়ায় তুমি যে প্রান্তেই যাও না কেন ভেঙ্গে ছারখার হবে আবার সংগ্রাম করে তোমায় টিকে থাকতে হবে বেঁচে থাকতে হবে।
কিছূ ভালবাসার মুখ অপেক্ষায় থাকে যে সব সময় তোমার স্বাভাবিক হাসিখুশি জীবনের অপেক্ষায়।
তোমার নীতিতে ধর্ম,রাজনীতি কি কথা বলে জানি না
তবে তোমার ঞ্জানের দুয়ারে পা রাখার ক্ষমতা কারও আছে কিনা জানিনা।তুমি ওলট পালট করে দিতে পার সমাজের ধারাকে।জান
তোমার জন্য পৃথিবীর মঞ্চে যে সিট টা রয়েছে।
সেই সিট খানা শক্ত করে ভালবাসার বন্ধন দিয়ে আঁকড়ে রাখার জন্য অনেক সিট চারপাশ দিয়ে ঘিরে রেখেছে তোমাকে।
তুমি কেন পৃথিবীর সিট থেকে নিজেকে উপড়ে ফেলার ব্যর্থ চেষ্টা চালাও।
যান আজ জায়নামাজে, বিছানায় ,দুয়ারে, অথবা ফাঁকা রাস্তায় ঘাটতে ঘাটতে অনেকেই তোমাকে নিয়ে স্মৃতিচারণ করে দু ফোঁটা চোখের জল ফেলে নিরবে।
নিশ্চুপ হৃদয়ে কাঁদে তোমার স্বরণে।
ঐ দু ফোঁটা জল হয়ত তোমার হৃদয় স্পর্শ করতে পারে না
।তবু তুমি ফেরে আস সবুজ পৃথিবীর বিশুদ্ধ অক্সিজেনের খোলা প্রান্তে।
অনেক কষ্ট হচ্ছে না তোমার।
ওরা তোমাকে কষ্ট দিচ্ছে তাই না।
জানি তুমি দূর্বল নও তবুও বলি
দেখ তুমি আশাহত হইও না।
ভাব না কেউ নেই তোমার পাশে।
আমরা সবাই তোমার হাসিমাখা আড্ডারত মুহুর্ত্বগুলোর জন্য প্রতিদিন প্রহর গুনছি।
তুমি কি জান তোমার চেতনায় জেগে ওঠেছে কত গুলো প্রাণ।
ফিরে এস তুমি
আমার অনুরোধ শত শত বার তোমার কাছে।
ফিরে আস।
অপেক্ষা রইলাম তোমার....
বিকালঃ৪.৩০
রংপুর
৩০.৩.১৩.
খুব গুরুত্বপূর্ণ একটা লেখা।
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন