বালিকা তুমি প্রস্তুত কি? বালিকা নিরব।

লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ মার্চ, ২০১৩, ০২:৩৫:১৮ দুপুর

নিরব যন্ত্রণা

আর কত নিরিহ

মানুষের লাশ

নিবে ঔ হিংস্র পশুরা।

আমি ঐ শহীদি

আত্নাদের সাথে কথা বলতে চাই.....

আচ্ছা জীবন

মানে কি

তোমাদের কাছে গুলি খেয়ে মৃত্যু?

হেসে ফেলে ওরা

বলে দেখ

প্রশান্ত আত্না মোদের

জান্নাতের দিতে ছুটে চলছে।

হে বালিকা

তুমি কি জান্নাতে যেতে চাও না।

আমি উদাস পাণে তাকিয়ে বলব

আচ্ছা তোমাদের মা বাবা যে কাঁদছে

তোমার মায়া লাগে না দুনিয়ার জন্য।

ওরা ত হেসেই খুন

ওদের কন্ঠে ভেসে ওঠে

আমাদের যদি শত শত বার দুনিয়াতে পাঠাত প্রভু

আমরা শত শত বার শহীদি মৃত্যু কামনা করতাম।

কি তৃপ্তি

কত মর্যাদা তা তো তোমাকে ব্যাখ্যা করে শেষ করা যাবে না বালিকা।

আচ্ছা বালিকা তুমি বল ত

তুমি কি চির জীবন এই দুনিয়াতে বেঁচে থাকবে

আমি পুঁতি বিদ্যায় পাঠিকার মত বললাম

না আমাকেও ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।ওরা বলে ওঠে বালিকা তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য।

আমি বলি তোমরা আমাকে সাথে নিবে তোমাদের।

তখন ওরা বলে ওঠে তোমার আমলনামা তোমার কাধে আর আমাদেরটা আমাদের কাধে ।চাইলেই কি কেউ পারবেনা যে তাদের আমলনামা দিতে।

তাই ত মা বাবাকে ছেড়ে এসেছি

তার চেয়ে বড় প্রাপ্তি জান্নাত পাওয়া।

বালিকা তুমি প্রস্তুত কি?

বালিকা নিরব।

দুপুরঃ২.২১

রক্তে ঢাকা পৃথিবী।

সূর্যকে হার মানায়

সকল উত্তপ্ত বালুময়

যন্ত্রণা।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File