স্বাধীনতা আজ শুধুই অনুষ্ঠানিকতা।

লিখেছেন লিখেছেন নতুন মস ২৬ মার্চ, ২০১৩, ১২:৪৫:২৬ রাত

"স্মৃতিসৌধে কোটি টাকার ফুল দিব

"আমার সোনার বাংলা"

সঙ্গীত গাইতে ছেলে মেয়ে একে অপরের হাত ধরে

রং বেরঙ্গের শাড়ি পায়জামা পাঞ্জাবি পড়ে

ব্যভিচার করতে দুর পল্লীতে পারি দেব।"

গান আড্ডা উত্‍সব অনুষ্ঠান।টিভিতে স্বাধীনতা,রেডিওতে স্বাধীনতা।স্বাধীনতা তুমি সেমিনার,শোভাযাত্রা, বক্তিতা,গান,গল্প,নাটক আর সিনেমার লাল পর্দায় তুমিই স্বাধীনতা।

এগুলো যুগ যুগ ধরে চলে আসা আমাদের দেখা স্বাধীনতা।

স্বাধীনতা আজ শুধুই অনুষ্ঠানিকতা।শুধু লোক দেখান ছলনা।

স্বাধীনতা বলতে কি বুঝায়।

আমি আমরা আসলেই কি স্বাধীন নাকি পরাধীন?

আমার ধর্ম ইসলাম পালন করতে গিয়ে বাধার সম্মুখিন হই আজও আমি কি স্বাধীন।

নামিবার মত ১৮মাসের সন্তানের কাছে স্বাধীনতা অর্থ মা জেলে

আর বাপির অনিশ্চিত পথে ঘাটে জীবন চলা?

কি অপরাধ নামিবার।স্বাধীনতা বল ত ঐআবিদ নামক কলেজে পড়া ১৭ বছরের তরুণ যার হাতে কোরআন আল্লাহু আকবার বলে পথে নামার অপরাধে

গুলি করে খুন করার পরও চোখের কোটর থেকে নিষ্ঠুরভাবে চোখ তুলে নিয়ে লাশের পাশে নৃত্য করার নাম কি স্বাধীনতা!

স্বাধীনতা কি ৭ বা ৮ বছর মেঘ নামক বালকের সামনে নিষ্ঠুরভাবে বাবা মাকে খুন করার দৃশ্য দেখার নাম কি স্বাধীনতা?

নাকি হাবিবা আক্তার কান্তা আপুর গর্ভবতী অবস্থার বিনা দোষে জেল জুলুম সহ্য করে ছেলে সন্তান অনিশ্চিত পৃথিবীতে জন্ম দেওয়ার নাম স্বাধীনতা?

নাকি ১৭০ জনকে গুলি করে লাশ করার নাম স্বাধীনতা?

নাকি হাজার হাজার নিরিহ মানুষকে পঙ্গু করার নাম স্বাধীনতা?

হাজার হাজার নিরাপরাধ লোককে রাজ্নীতি করার জন্য জেলে রেখে রিমান্ড দিয়ে অত্যাচার করার নাম স্বাধীনতা?

আচ্ছা বাসে যে গার্মেনস কর্মীকে ধর্ষণ করা হল এর নাম কি স্বাধীনতা।

নাকি ১৭০০০হাজারে উপর নারী নির্যাতন

আর ১২০০০ উপর নারীকে ধর্ষণ করার নাম কি স্বাধীনতা?

নাকি স্বাধীনতা বলতে কিছুই নেই।

যেখানে

আমি আমার মা জীবনের নিরাপত্তা নেই

আমার বাবার জীবনের নিরাপত্তা নেই

আমার হাজার হাজার ভাই বোনদের জীবনের নিরাপত্তা নেই

সেই দেশ কি স্বাধীন।

আমরা কি স্বাধীন দেশের নাগরিক?

আচ্ছা স্বাধীনতাকে কি কেজি দরে কেনা যায়?

আমার জন্য নয় বরং মেঘ আর নামিবার কচি শিশুদের জন্য স্বাধীনতা কিনব।

অনেক বিদ্রোহী কন্ঠ বলে ওঠে আজ

"শত শত বার

খুন হব মোরা

খুন হব।

তবু একদিন ঐ নিষ্পাপ শিশুর জন্য স্বাধীন ভোর ডেকে আনব মোরা ডেকে আনব।"

ইনশা আল্লাহ

স্বাধীনতার রক্তে রঙ্গিন হব ইহকালে না পেলে পরকালে।

রাতঃ১২.০০

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File