'গোধুলী বেলায় ফুরিয়ে গেল কলমের কথা'
লিখেছেন লিখেছেন নতুন মস ৩১ জুলাই, ২০১৪, ০৬:৪৩:২৫ সন্ধ্যা
কলম কাগজের কথা শেষ...
তবুও মেঘেরা উড়ছে বেশ।
অবুঝ পাখিদের অভিমানী কন্ঠ হঠাত্ থেমে যায়
কবে থেকে যেন
তবুও সবুজ বৃক্ষরা চেয়ে রয় ।
একদিন অপেক্ষার পালা ফুরিয়ে যাবে....
বাস্তবমুখী জীবন
ধুঁকে ধুঁকে
ঘড়ির কাঁটার পিছু পিছু ছোটে,
দেখে দেখে
অনেকটা সময় কাটে....
নিরবে বৃষ্টির ফোঁটাদের এড়িয়ে
কুয়াশায় আচ্ছন্ন জীবন...
ছায়া ঢাকা পথ ধরে
অদূর দূরে
অচেনা ভবিষ্যতের
পথে
হাটছে ত হাটছে।
জীবন কখন কি থামে?
#নতুনমস
বিষয়: বিবিধ
১৮০৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন