বোকা বাদুরের দল...
লিখেছেন লিখেছেন নতুন মস ১৬ জুলাই, ২০১৪, ০৬:০৮:৩৫ সন্ধ্যা
নারিকেল গাছের ডালে দাঁড়কাকটি মনমরা উদাস বুঝি আর টিনের চালে হাত পা ছড়িয়ে সাদা বিড়ালটা বেশ অসহায়...
বৃষ্টির ফোটা ওদের ভিজিয়ে দিচ্ছে কিন্তু ওরা কি নিরুপায় ওর মত
তা না হলে কেন ভিজে যাচ্ছে অবেলায়।
চার তলার জানালা দিয়ে ঐ মেঘলা আকাশটাও ফ্রেমে আটকে যায় আবিরের মনে হল
যতটা মন খারাপ করে বৃষ্টি ঝরে
তার চেয়ে বরং বেশিই মনটা কাঁদছে আবিরের কেন কেন শুধুই কেন?
কি হবে এই চাকরী করে?
কেন সে অন্যায়ের কাছে মাথা নত করবে ?
কেন সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার অপ্রাণ চেষ্টা চলছে লোভাতুক অন্তরগুলোয়। হাপিয়ে উঠেছে ও ।
এই জব সেক্টরে ঢুকার আগে মা বার বার করে বলেছিলেন ।
'আবির আমি বলব না তুই সাংবাদিকতায় পরিস না বরং বলব বাবা...
তুই কি সত্যি পারবি মিথ্যা কথা বলতে।' আবির মুছকি হাসি হেসে মাকে বলেছিলঃ
'কেন মা তুমি অযথা ভয় পাচ্ছ?
যেখানে একবার সত্য ঢুকে
সেখানে আধার ঘরে আলো ঢুকে ঘর আলোকিত হবেই'
কথাটা বলা সহজ ছিল আজ বুঝছেও।
মা যে ভুল সন্দেহ করেননি
তা দিন দিন টের পেয়ে গিয়েছে।
এখন হয় তাকে সত্য কথা লিখতে হবে অথবা মিথ্যে তবে নিজের ইচ্ছেই নয়।
প্রতিটি মহল বিক্রি করে দিয়েছে বিবেক,মানবতা আর নীতি নৈতিকতা কিছু মাত্র টাকার লোভে নিজেদেরকে।যেন নেশাখোর আর টাকাখোরদের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে ওর নীতি নৈতিকতা ।
কি করবে
পালিয়ে বাঁচবে।তাছাড়া উপায় ।
অনেক কষ্টে চাকরীটা জুটেছে
আর কত দিন
বুড়ো বাবার হোটেলে আর কত!
ঝরা বৃষ্টির দিকে আনমনে তাকিয়ে থাকতে থাকতে কেন যে নোনা ঢেউ গাল গড়িয়ে টুপটাপ নিঃশব্দে পড়ছে ।
ফোন বাজছে ।
আবির ফোনটা রিসিপ করার সঙ্গে ভেজা ভেজা একটা নারী কন্ঠ তাকে চমকে দিল ।
কি অদ্ভুতভাবে রহস্যময় পৃথিবীর স্রষ্টা তার মনের বার্তা স্নেহমাখা মায়ের দুয়ারে পৌছে দিয়েছেন।
মা...
বাবা আমি তোকে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য ফোন দেইনি তুই ভাল বুঝে যা সিদ্ধান্ত নিবি । তোর সাথে আমরা আছি বাবা।তবুও একটা কথা
তুই আমাকে বলেছিলি...
চাকরীটা ছেড়ে দিব মা ।
আমি বলল
না বাবা আগে তাকিয়ে দেখ চারিদিকে...
কৌশলী হয়ে যুদ্ধ কর বাবা।যুদ্ধের ময়দানে কৌশলতা অবলম্বনকারী টিকে রয় ।তবে অন্যায়ের কাছে মাথা নত করা মানুষের লক্ষণ নয় ।বাবা মানুষ থাকিস অমানুষ হয়ে যাবি না ।
দোয়া কর মা ইনশাআল্লাহ আমি সঠিক পথে থাকব।
বিষয়: বিবিধ
১৬৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন