ছুটন্ত সত্ সরল পথ(মাহে রমজান)
লিখেছেন লিখেছেন নতুন মস ৩০ জুন, ২০১৪, ০৪:৫০:৪৮ রাত
এল মাহে রমজান
ঘরে ফেরার
পথটি ধরে ছুটে চলে
ঐ ত আয়ান...
ছুটন্ত সত্ সরল পথ...
রহমত ,বরকত আর মাগফিরাতের মাস...
যাকে ঘিরে
আঁকড়ে ধরা
মিথ্যা মায়ার জীবন ভুলা,
মনে শুধু তীব্র আশা
সকল গোনাহ
ক্ষমা করে দিবেন প্রভু
এ বেলা।
ছুটে খোকা চলে
মায়ের আঁচলের ছায়ায় বসে
নিঃশব্দে কোরআনে ডুব দিবে বলে....
নিরিবিলি তাই বাসে ওঠে বসা
মনে প্রাণে
ডাকে রবকে আজ
আপন ধ্যানে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু,
আল্লাহু আকবার..
প্রাণ খুলে ডাকার সময়
এইত
এল মাহে রমজান
খোদার কাছে মাফের আশায় কাঁদে কিছু প্রাণ।
ধীরে ধীরে সূর্য
পড়ছে ঢলে
আসরের আজান শুনে
বালক,
দাড়িয়ে যে পড়ে..
নিরব অনুরোধ
থমকে দাড়ায় চলন্ত বাস
যেন মাঝ দরিয়ায়
নেমে পড়ে আয়ানের দল
নামে মুসলমান
সিজদায় নত সবাই
চায় আল্লাহ নৈকট্য পেতে চায়..
দাড়িয়েছে
আয়ান ইমামের বেশে,
দূরে মা
অপেক্ষার প্রহর গুনে
চেয়ে সময়ের পাণে।
সালাম শেষে ,
যখন দাড়িয়েছে আয়ান
জালিমের গুলি থেকে
হঠাত্ বুলেট এসে
লুটে পড়ে প্রাণ,
রক্তে ভেসেছে জমিন
তবুও ছুটছে শত শত আয়ান।
মা,
অবশেষে মায়ের অপেক্ষা পালা শেষ
ফিরেছে খোকা শহীদের পোশাকে
বেঁচে রয় জীবন্ত শহীদের স্বপ্ন
আর
জন্ম নিচ্ছে অজস্র শহীদের মা
বিষয়: সাহিত্য
১১০৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন