বরষার পত্র
লিখেছেন লিখেছেন নতুন মস ২৭ জুন, ২০১৪, ০৪:২৫:৩৭ বিকাল
মেঘলা আকাশ
তোমার সাথে
হয় যদি দেখা
তুমি কথাদের মেঘের আড়ালে
জমিয়ে রেখ,
যত্ন করে...
সাবধান,
বজ্রপাতের আঘাত যেন
একটুও না ছোঁয়া পায়
ঐ কথাদের ।
যখন টুপ টাপ শব্দরা
অদৃশ্য অনুভূতি নিয়ে
রাশি রাশি পড়বে
ঠিক ঠিক
মাথার উপরে.....
শব্দদের নিয়ে
আপন মনে মালা গাথিয়ে
বাক্য সাজাব
খুব সাধারণ অর্থ থাকবে
আপন ঝুরিতে
রাখব
অর্থবহ মালাগুলোকে
যন্ত করে রাখব প্রশান্ত ভুবনে ।
তুমি খেয়াল কর
যত্ন রেখ
দেখ...
আটকে থাকা কথাগুলো
যেন
না যায় হারিয়ে
অজানা প্রান্তে।
#কি_আজব
বিষয়: সাহিত্য
১১০১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন