আমিও গল্প হব... প্রতিক্ষায়

লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ জুন, ২০১৪, ০৭:৫৬:৩৯ সন্ধ্যা

গোরস্থান..

এক অদ্ভুত অনুভূতি...

বড় রহস্যে ঢাকা

আপন ভূমি

মাটির চার দেয়াল

সেই ঘরে

আত্নাহীন দেহ

ঘুমই কি ?

নিয়ে যায

ঘেরা পথ

ফুরই কি?

শান্ত

বেশ নিরিবিলি স্থান

সেটায় বড়ই আপন যদিও

তবুও নাকি দুনিয়ার

বুকে লাগে ভয়ংকর।

বছরের পর বছর...

চলে যায়

অজস্র প্রাণ,

দাদার দাদা,

আমার দাদা ঘুমিয়ে রয়<

কত কাল জুড়ে

হিসাবের

নেই কোন ঘড়ি ...

মাটিতে মিলিয়ে রয়েছে

জীবন্ত জীবনের

কত শত গল্প,

কত হাসি,

কান্না ভরা আবেগ,

রাগ,

মৃদু মন্দ মান-অভিমান,

ভালবাসারা ডানা মেলা পাখিদের মত....

সেই সব

রং বেরঙ্গের

ঘুড়িগুলো....

নীলসে আসমানে

স্মৃতি আর স্বপ্ন

রূপে উড়ে বেড়ায়।

মুহূর্ত্বে হারিয়ে

দুনিয়াকে বিদায় জানায়

নিয়তির চক্র।

দিন ফুরবে

রাত হবে,

আঁধার পেরিয়ে

আলো জ্বালবে

হারিয়ে যাবে

ক্ষণস্থায়ী জীবন .....

তা ত অজানা নয়...

কেন তবুও

স্বপ্ন সাজায় মন প্রতিনিহিত

সেই রহস্যের

নেই উত্তর।

লেখা থাকে,

জীবনের ইতিহাস।

আমিও গল্প হব...

প্রতিক্ষায়।

#নতুনমস

আগের_লেখায়_ঘষা_মাজা।

বিষয়: সাহিত্য

১২৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238472
২৪ জুন ২০১৪ রাত ০৯:০৫
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
২৪ জুন ২০১৪ রাত ১১:৩৫
184988
নতুন মস লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দিয়ে উপকৃত করুন ।
238474
২৪ জুন ২০১৪ রাত ০৯:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার অনুভুতিটা কবিতার ভাষায় শিহরিত হবার মত। ভাল লাগল। চেতনায় মৃতু্্যকে আবারও স্মরণ করিয়ে দিল। অনেকদিন আগে একটা গান রচনা করেছিলাম। লজ্ঝায় কাউকে না বললেও নিজে নিজেই গাই। গানের থিমটা ছিল এমন, একজন মানুষ মৃত্যু বরণ করলে তার মন বা রুহ চলে যায় নিজের বাড়ীতে (সিদরাতুল মুনতাহার)। আর দেহ কফিনে করে যায় পরকালের গেট ওয়ে বা ইমিগ্রেশন নামের কবরে।

মন গেছে তার নিজের বাড়ী দেহ যায় কফিন কইরা,
ইমিগ্রেশন করতে হবে কবরে গিয়া।

২৪ জুন ২০১৪ রাত ১১:৪৫
184995
নতুন মস লিখেছেন : আপনার মন্তব্য এবং প্রতি মন্তব্যে জন্য
জাযাক আল্লাহ খাইর(আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দিয়ে উপকৃত করুন ।)কখন প্রতি মন্তব্যের উত্তর দেওয়া হয়নি
এমন চমত্‍কারভাবে 'বস' বলে কথা শুরু করেন প্রতি মন্তব্য পড়ার সময় ভাব আসে ।
বরং আপনার কাছে হিউম্যান সাইকোলজির দিক্ষা নিলে সাইকোলজি পড়া সার্থক হবে ।
অফটপিকঃরঙ্গের মানুষ শেষ হলে মন খারাপ হতে পারে ।
238512
২৪ জুন ২০১৪ রাত ১০:৫৮
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২৪ জুন ২০১৪ রাত ১১:৪৭
184996
নতুন মস লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দিয়ে উপকৃত করুন ।
ভাল ।
238577
২৫ জুন ২০১৪ রাত ০৩:৫৭
ধ্রুব নীল লিখেছেন : কেউ জানেনা কেন আমার এমন হলো
দিন কাটেতো রাত কাটেনা
রাত কাটেতো ভোর দেখিনা
কেন আমার হাতের মাঝে হাত থাকেনা
কেউ জানেনা...
২৫ জুন ২০১৪ সকাল ০৫:৩৯
185077
নতুন মস লিখেছেন : জীবন মানেই ত অজানা পথ
জেনে গেলেই ধরা
এমন অদ্ভুত জাল
সকাল বিকাল রাত নামক অদৃশ্য সময়ের সুত দিয়ে তৈরি
না যায় বের হওয়া
না যায় ঢুকা ।
আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দিয়ে উপকৃত করুন ।
238789
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:৩২
ভিশু লিখেছেন : আমরা
সবাই'ই
একদিন
গল্প
হয়ে
পরবো,
একান্ত
অনীহা
ইচ্ছে
না
থাকা
সত্ত্বেও!
গল্প
আমাদেরকে
হতেই
হবে!
সফল
হবার
প্রস্তুতি
নিতে
হবে
সবার
সেই
দিনের...
Praying
Praying
Praying
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
185297
নতুন মস লিখেছেন : হুমম..
অন্যের চিন্তা শক্তিকে উত্‍সাহ দেওয়ার কৌশলটা সত্যি সুন্দর ।জাযাক আল্লাহ খাইর ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File