অন্তরা অতঃপর জেলে....
লিখেছেন লিখেছেন নতুন মস ২০ জুন, ২০১৪, ১১:২৯:৫০ রাত
একটা স্যাতস্যাতে কক্ষ....
কোন একজনকে ঘিরে জটলা
একটা গুমট আবহাওয়া
হু হু করে কান্নার শব্দ
ঔদিক থেকে
অন্তরা...
হুট করে থমকে দাড়ালো
পাথর যেন দুটি পা
ক্ষণিক সময়
যেন কেটে গেল
নাকি দীর্ঘ...
হঠাত্ মুচকি হাসি
ঠোটের এপার ওপার ঢেউ খেলে
নিজেই ভাবে,
মানুষ খুন
মেখে এলাম দুহাতে রক্ত
আর জঙ্গিদের কান্না দেখে থমকে দাড়ানো
অন্তরার অন্ততঃ শোভা পায় না
এগিয়ে খুব নিকটে আসে
ওরা হয়ত টেরই পাইনি
খুব অবাক হয়ে
পলকহীন তাকিয়ে দেখে
মেহেদী রাঙ্গা হাতগুলো দিয়ে
চোখ মুছে কেউ কেউ
কি নিষ্পাপ ওদের চেহারা
বড্ড পবিত্র
যেন বন্ধ অন্ধকার ঘরে
জোনাকিদের আলো
টুপ টাপ ঝরে পড়ছে
এবার অন্তরা সত্যিই
ভ্যাবাচ্যাকা
হৃদয়ে হচট খায়
সুরেলা কন্ঠে
কিছু পড়ছে কেউ
একটু মনোযোগ দিল ও
তাইত কোরআনের বাণী
যখন অর্থগুলো থেমে থেমে পড়ছিল
হু হু শব্দ করে কেঁদে উঠল
আবার যেন কেউ
অন্তরার কষ্টের চেয়েও কি জাহান্নামের বর্ণনায়
গভীর কিছু বলেছে সৃষ্টিকর্তা
ওদের কান্না রহস্য খুঁজে
অন্তরা খুব ধীরে বলল...
তোমরা কাঁদছ
তাও আবার কিতাব পাঠ করে
জান আমার বয়ফেন্ড যখন আমার ক্ষতি করল আমি কাঁদিনি
মানুষ এমনটা করতে পারে ভাবিনি
আমি না ওকে নিজ হাতে খুন করেছি
এদেশে ত আইন নেই
এরপর সোজা জেলে
আমার কোন অনুশোচনা বোধ নেই
তোমরা কেন এখানে ?
একজন সুন্দর করে সালাম দিল ।
অন্তরার বর্তমান অবস্থার খোঁজ নেয়
এবং এটা জানাতেও ভুলনা আপনি সাহসী এক বালিকার প্রতীক।
বাহ..জঙ্গিদের কৌশল ত সুন্দর।
আসলে কেউ বলছিল
আমরা মাহে রমজান উপলক্ষে একটা
কোরআন ,হাদীস আর কিছু ইসলামিক বই নিয়ে ম্যাপ আঁকছিলাম।
ম্যাপ ?
হুম...
আসলে কত সুন্দরভাবে এই মাসটাকে আল্লাহর ইবাদতে মশগুল থেকে কাটানো যায়
তার ক্ষুদ্র চেষ্টা
একটা পরিকল্পনা মাত্র
কিভাবে তাকওয়া অর্জন করা যায়
এসব পুস্তক পড়ে
জানার চেষ্টা।
তোমাদের কাছে কি মনে হয় ?
যা বলছ তোমরা,
তা অন্যায় বা অপরাধ মূলক কাজ
না আমি বুঝাতে চাচ্ছি তা না হলে
মাত্র এ সুন্দর কাজে হাত দেওয়ার জন্য
আজ তোমরা জেলে
তাচ্ছিল্যের মৃদু হাসি অন্তরার চোখে মুখে ফুটে ওঠে...
ধৈর্য নিয়ে
কেউ একজন বলল
কেন খুন করেছেন ছেলেটিকে
আপনার মান সন্মানের উপর হাত এসেছিল
আপনি কি অন্যায় করেনি
কি বলে আপনার বিবেক?
অন্তরা বলে উঠল কার বিচার হবে
ঐ ছেলেটির
পুলিশকে বললে বলবে সামান্য ফুর্তির
আর বর্ণনা দিতে গেলে আবার ধর্ষণের স্বীকার ।
এত ত সুন্দর অভিব্যক্তি করেছেন আপনি
আল্লাহর বিধান একবার যদি রাষ্ট্টে প্রতিষ্ঠিত হয়
আপনি যে অন্যায়ে
কথা বলছেন তা
নিঃশ্চিহ্ন হয়ে যাবে ।
আর অন্যায়কারী আমার আপনার চেয়েও খুব ভাল ভাবে চেনে
তাদের শত্রুদের ।
তাহলে তোমরা তোমাদের ন্যায়কারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছ ।
নাহ...
আমরা মূলত
আল কোরআনে যে প্রশান্তির কথা বলা আছে
তা অন্তরে অনুভব করতে চাই
আর ইসলাম অর্থ শান্তি
সুন্দর আচার ব্যবহারের
মাধ্যমে
পৃথিবীর সব মুসলমানকে নিয়ে
সীসা ঢালা প্রাচীরের মত ঐক্য গড়ে তুলতে চাই ।
আপনিই ভেবে বলুন
আমরা কি অন্যায়কারী নই ।
এরপর থেকে অন্তরা নিজেকে নতুন রূপে দেখতে শুরু করে
তার রূপ যৌবনের চাকচিক্যময়তার কথা কোথায় ভুলে যায়
কেমন করে যেন
বদলে যায় চারপাশ
কখন যে
কোরআনের পাখিদের
শুরু করেছে ভালবাসতে
আসলে ত
"পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দিবে সব রঙ্গিন পরিচয়"
#নতুনমস
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমসাময়িক অনেক কিছুই অত্যন্ত বলিষ্ঠভাবে ফুটে উঠেছে আপনার কবিতায়! অনেক অন্নেক ধন্যবাদ কবি!
*********************
With English Subtitle
*********************
মন্তব্য করতে লগইন করুন