'বাতিঘর ১ম পর্ব

লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ জুন, ২০১৪, ০১:২৪:৩১ রাত

বাতিঘর তৈরি করার স্বপ্ন এখনও ভুলে যাইনি।বাতিঘর ইনশাআল্লাহ জাগ্রত হবে ।

হয়ত আল্লাহর ফয়সালার জন্য মাত্র কিছু সময় অপেক্ষা ।

ঐ ত একটা মোক্তব বাতিঘরকে ঘিরে রেখেছে যেখানে প্রতিদিন ফজরের পর পর একদল ছোটমেয়ে মাথায় ওড়না জড়িয়ে আর ছোট ছোট ছেলেরা মাথায় টুপি দিয়ে সবার কিন্তু দুই হাত শক্ত করে ধরে রেখেছে আমপারা ।

ওরা হাটছে ছোট ছোট দুটি পা ফেলে অনেক গুলোতে মাটির স্পর্শ পায় কখন কখন কাঁটা ফুড়ে রক্ত ঝরে ।দূর্বাঘাস,বোনসাতুয়ার পাতা আছে না হাতে পুরে দাত দিয়ে থেতলে নিয়ে লাগিয়ে দিলেই থেমে যাবে রক্ত এটা ব্যাপার পায়ে জুতা নেই তাতে কি?থেমে পথ চলা থাকে না।

'বাতিঘর' যে বাড়ির মাথার উপর সেই বাড়ির নাম 'সূর্যভিলা'।

যদিও বাড়ির ভিতর সূর্যের রশ্মি এখনও চারিদিকে ছড়িয়ে পড়েনি।হয়ত

আকাশ উদার সমান বুকে প্রচুর সাহসী একজন মানুষের আর্বিভাব এখনও হয়নি ।তাই ত বাতিঘরের হারিকেন আছে ঠিক কিন্তু পর্যাপ্ত কেরোসিন নেই । তাই ত সূর্যভিলা আধারে ডুব দিয়েছে ।তবুও দুর থেকে স্বপ্নের আলো ছুটে আসে আর উজ্জল আলোয় শুনা যাচ্ছে

মোক্তব থেকে জোরে জোরে কোরআন তেলোয়াত ধ্বনি সুবহানাল্লাহ।

বাচ্চাগুলো সুর করে মাথা দুলে দুলে কোরআন পড়ছে।কি অপূর্ব দৃশ্য।ইসলামের আলো খুব শক্তিশালী।

বিষয়: বিবিধ

১০০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File