চলে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয়

লিখেছেন লিখেছেন নতুন মস ১৪ জুন, ২০১৪, ১১:৪২:০৯ সকাল

এখন....

ঐ আকাশের ছড়িয়ে পড়েছে

লালিমার রেখা

অপূর্ব...

সূর্যের সময় ফুরিয়েছে

তাতে কি?

আবিরের রক্ত

রাস্তায় ছড়িয়ে...

ফররুখ

তোমার মত তেজী মাঝি

অনেক জন্মের

উচ্চকন্ঠে দূর দূরন্তে

আলো ছড়িয়ে দিচ্ছে ।

মাহমুদুর রহমান আজও কলম হাতে

জেলখানাতে...

ফররুখ

তোমার কলম অনেকের হাতে

জ্বলে ওঠছে মশাল চারিদিকে ।

পেয়ারির হাতে বিজয়ের চিহ্ন

শহীদের কন্যারা হাসিমুখে চোখ মুছে

শহীদের দলে আসমাকে দেখে

অনেক হৃদয় কথা ফুটে

ফররুখ

তোমার কন্যারা মাঠে নেমেছে ।

চলে যাওয়া মানে

হারিয়ে যাওয়া নয়

আজও আছ তুমি

মানুষের হৃদয়...

সাত সাগরের মাঝিরা

ছুটন্ত চলছে

উত্তাল সমুদ্র পেরিয়ে ভেসে ভেসে আসছে...

দেখ ফররুখ

কালিমার পতাকা সবার হাতে।

বিষয়: সাহিত্য

৯৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234676
১৪ জুন ২০১৪ সকাল ১১:৫৪
জোনাকি লিখেছেন : Happyধন্যবাদ
234715
১৪ জুন ২০১৪ দুপুর ০১:৫৫
চক্রবাক লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
234751
১৪ জুন ২০১৪ দুপুর ০৩:৫৯
ছিঁচকে চোর লিখেছেন : প্রাণ ভরে গেলো কবিতাটা পড়ে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File