জীবন ঘড়ি থেমে রয়
লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ জুন, ২০১৪, ০৪:৫৬:৪২ বিকাল
জীবন ঘড়ি থেমে রয়
সূর্য ওঠা থামে না
আজও
পৃথিবী ঘুরছে আপন গতিতে
আলো নিভে যায়
আধারে মিলিয়ে
মশাল জ্বালাও।
জীবন ঘড়ি থেমে রয়
অলস দুপুরের
রোদের ছায়ায়
কেউ বসে নেই
তপ্ত রোদে হাটছে
কাফেলার দল
নেমেছে বিকেলের আলো
ঐ গাছের পাতারা
ঝরে পড়ে মরে
ধুলোই উড়ে যায়
তবুও
জীবন ঘড়ি থেমে রয়।
#নতুন_মস
#ছুটির_দিন_মানে_এক_রাশ_ক্লান্তি
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবন ঘড়ি থেমে রয়। ? ? ?
প্যাঁচ গেছে হায় কেটে!
কাঁচ ঘেরা যে ঢাকনা ছিলো
সেটাও গেলো ফেটে।
ঘন্টা মিনিট সেকেন্ড কেউই
নড়ছেনাকো মোটে
সময় যেন থির নদী এক
আঁকা চিত্রপটে।
কামাই যা পাই, তাই দিয়ে খাই
অল্প যেটুক জোটে।
রসমালাই আর মুরগীর ফ্রাই
যায়না এখন পেটে।
আরো লেখুন দাদুভাই।
আর
নীল দাদা ত অসাধারণ লিখেছেন ।এত সুন্দর ছন্দের মিলন ।চমত্কার কাব্য ।
সত্যি আপনি চমত্কার লিখেছেন ।
কাব্য রথে চলতে গিয়ে হর-হামেশায় হারিয়ে ফেলি খেঁই
মন্তব্য করতে লগইন করুন