তুমি আমার রোদ.....

লিখেছেন লিখেছেন নতুন মস ০৬ জুন, ২০১৪, ০১:৩৫:১২ দুপুর

একদিন ভোরে শিশিরভেজা পথ ধরে হাটছিলাম

ঐ যে ছোট্ট পুকুরের পাশে।

পা ভেজে যায়

ঘাসের ছোয়ায়

ছিল মাটির স্যাতস্যাতে সুঘ্রাণ।

তুমি দিগন্তে উঠেছিলে আবির ছড়িয়ে,

আনমনা

ঐ কচি সবুজ

পাতাদের উপর

তুমি চুপটি করে বসে পড়।

তখন গল্প হত আমাদের।

পাতাদের অপর পিঠে অচেনা এক ছায়ার

নিরব আশ্রয়।

তুমি ছায়ায় থেকো

আর

রহস্যের বাগিচায়

রেখে দিও মোদের

তোমারি মায়ায়।

তুমি কি জানতে

ঐ গান

তোমার কন্ঠে বাজে

"বাজিছে দামামা

বাদরে আমামা শীর উচু করে মুসলমান"

শব্দ তরঙ্গ ছড়িয়ে পড়ত যান তুমি,

বহু দূর...

যখন

'মুসলমান' শব্দটি উচ্চারিত হত

হ্যা শোন,

আজও কর্ণে প্রতিধ্বনি তোলে

বলতে পারি না

তোমার কন্ঠে কিসের এত মোহ

কিভাবে

এত দৃঢ়তা জন্মাত!

নিষ্পাপ শিশুর মত

কোমল অন্তর তোমার

থেকো ভাল তুমি

ভোরের শিশিরের ছোয়ায়

তুমি সতেজ থেকো...

হৃদয়ের এক টুকর

প্রশান্তির অনুভূতি

একান্তই তোমার ।

#নতুনমস

সূর্যবাড়ি

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231359
০৬ জুন ২০১৪ দুপুর ০৩:৫৩
শিশির ভেজা ভোর লিখেছেন : একদিন ভোরে শিশিরভেজা পথ ধরে হাটছিলাম
ঐ যে ছোট্ট পুকুরের পাশে।
পা ভেজে যায়
ঘাসের ছোয়ায়
ছিল মাটির স্যাতস্যাতে সুঘ্রাণ

ভালো লাগলো । আমার পথ ধরে যেই হাঁটে তারই ভালো লাগে।
০৬ জুন ২০১৪ রাত ০৯:২২
178275
নতুন মস লিখেছেন : হুম
ঠিক ত ।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File