....তুই কি প্রশান্তির নীল আকাশ
লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ জুন, ২০১৪, ০৮:৫৯:২৮ রাত
তুই কি
নীল আকাশের উড়ন্ত মেঘ?
পাখিদের গল্প এখানে থেমে নেই
চারিদিকে আজানের সুর
গোধূলীর আঁকা ছবি।
তুই দেখেছিস
উচু উচু দালানের
অজস্র জানালায়
নাম না জানা
কত মূখ
খেয়াল বেখালে মেঘেদের পাণে তাকিয়ে থাকে ।
আচ্ছা
তুই কোন সীমানায় গিয়ে শেষ হয়েছিস বলত ।
সবুজ বৃক্ষদের ডালে ডালে পাখিদের আবাস
ভূমিটা কি
খুব ঠুংক মনে হয় তোর কাছে
কত ঝড় বাদল শীতের প্রকটেও ঐ ত
জীবন চলছে ওদের
ভালই
আচ্ছা বলতে পারিস তুই
আকাশের নীলের উপর রংধনু উঠে না
কেন ?
তুই দেখেছিস
কাল মেঘের মাঝেই রংধুন রং ছড়িয়ে বসে ।
সন্ধ্যার আকাশ
মায়াময়ী বিষণ্নতা ঘোর
কোথাও কালো মেঘ কোথাও বা সাদা
তবুও তুই নীল মেঘেদের দেশে কেন?
যাক অজস্র পাখিরা গান গেয়ে ঘরে ফেরছে
তুই থাক মেঘেদের দেশে।
কখনই খুঁজবেনা কেউ তোরে।
প্রশান্তির শুভ্র সাদায় ঢেকে থাক আজীবন
তুই নীল আকাশেই।
#নতুনমস
লেখায় রহস্য নাই?
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা তাকে আকাশ বলে ডাকি।"
আমার প্রিয় দুইটা লাইন। নির্মলেন্দু গুনের। আপনার কবিতা পড়ে হঠাৎ মনে পড়লো!
সুন্দর লিখেছেন আপু।
অনেক দিন নিরব ।
কেন?
আপনার লেখা একটা কবিতা পড়তে মন চাচ্ছে কেন জানি ।
কখনই খুঁজবেনা কেউ তোরে।
প্রশান্তির শুভ্র সাদায় ঢেকে থাক আজীবন
তুই নীল আকাশেই।
অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার লিখেছেন।
মন্তব্য করতে লগইন করুন