"চক্ষুশীতল কুড়েঘর"

লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ মে, ২০১৪, ১১:৪৯:০১ সকাল



রাত প্রায় ১১টা ছুঁই ছুঁই আদিলের ফোন বাজছে ধরার আগ্রহ নেই বললেই চলে ওর।আদিল ব্যাংক থেকে এসে পুরো সময়টা তার ভবিষ্যত সন্তানের মাকে দেওয়ার নিয়ত নিয়েছে ।

আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র।

দ্বিতীয়বার ফোন আসতেই ফোনের স্ক্রীনের দিকে তাকালো বড়পার ফোন ।

ফোন ধরল আদিল।যতটুকু ফোনের আলাপণের কথা শুনল নিতু বুঝতে পেল বড়পা খুবি অসুস্থ ।আদিল দ্রুত বড়পা কাছে ছুট দিয়েছে এদিকে হাসপাতালের রিসিপসনে দাড়িয়ে আদিল বড্ড বেকায়দায় পড়েল হঠাত্‍ কি বিপদের ওপর বিপদ । টাকার যে প্রয়োজন পড়তে পারে ওর খেয়ালেই আসেনি ।এখন হসপিটালে কি করবে ।দুঃখী মন নিয়ে মানিব্যাগ খুলল জানে কিছু থাকার কথা নয় নিতুকে দিয়েছে আজই।অবাক আর অজান্তে জল জল চোখে ঠোটে হাসির রেখা ফুটে উঠেছে আদিলের ।নিতু কোন ফাঁকে যেন

টাকা ঢুকে দিয়েছে টেরই পাইনি ।ভালবাসার নিঃশব্দ অনুভূতি খেলা করে ওর মন ভরিয়ে নিয়ে গেল তেপান্তরে ।

সব কাজ শেষ করে ২টার দিকে বাসায় রওনা দিল ।সকালে আবার ছুটতে হবে যাত্রা পথ ত থেমে থাকে না।

ছয় তলার সিড়ি বেয়ে উঠে কলিং বেলে মৃদু চাপ দিতেই ক্লান্তি সব শক্তি কিনে নিয়েছে যেন ।নিতু দরজা খুঁলে দিল ।

আপনি এখনও জেগে অসুস্থ শরীর নিয়ে আদিল মাঝে মাঝে অজান্তেই আপনি ডাকে।

নিতু মিষ্টি হেসে এক গ্লাস ঠান্ডা পানি আদিলের হাতে ধরিয়ে দিল ।সব ক্লান্তি উধাও হয় অজান্তে ।

নিতুর এই ব্যাপারটা খুব অবাক করে আদিলকে পাশাপাশি খুব ভালও বাসে ।একবারের জন্যেও প্রশ্ন করেনি যদিও সে জানতে আগ্রহী দুঃচিন্তাগ্রস্ত ।

আদিল ফ্রেশ হয়ে নিতুকে জানায়

আলহামদুলিল্লাহ

বড়পা ভাল আছেন ।

আর কথা হল না ।

পরের দিন বড়পার প্রেসার মাপার জন্য সকাল সকাল বড়পার বাসায় রওনা দিল আদিল তখনও নাস্তা করেনি ।

বড়পা ফোনটা হাতে ধরিয়ে দিল আদিলের হঠাত্‍

হাসছে বড়পা।

স্ক্রীণে কিছু অলেখা স্বর্ণা অক্ষর...

"বড়পা আদিল ত বাসা থেকে না খেয়েই বেড়িয়েছে আমাদের বাসায় এখনও নাস্তা হইনি ।আপনার বাসায় নাস্তা তৈরি থাকলে ওকে খাইয়ে পাঠাবেন "।

নিতু যে কত ধরনের পাগলামী করতে জানে

আল্লাহ মালুম ।

বড়পা পিছন থেকে বললঃ

আলহামদুলিল্লাহ ।

আদিলের কন্ঠ থেকে জোরেই বেড়িয়ে এল আলহামদুলিল্লাহ ।

আল্লাহর দেয়া একজন হৃদয় ছোঁয়া নিয়ামতের নাম নিতু ।

#নতুনমস

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227868
২৯ মে ২০১৪ সকাল ১১:৫৬
রাইয়ান লিখেছেন : অসাধারণ সুন্দর লেখা.... অনেক ধন্যবাদ আপনাকে !
০৬ জুন ২০১৪ রাত ০৯:৫৫
178311
নতুন মস লিখেছেন : জাযাকাল্লাহ খাইর ।আপুনি দেরি হল প্রতি উত্তর দিতে ।দোয়া আমাকে করতে ভুলবেন না ।
227890
২৯ মে ২০১৪ দুপুর ১২:৫৪
রেজাউল ইসলাম লিখেছেন : At Wits' End At Wits' End At Wits' End Time Out Time Out Time Out Praying Praying Praying Praying It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
২৯ মে ২০১৪ দুপুর ০১:৩১
174709
আহ জীবন লিখেছেন : কি আপনার বউ কয় না এভাবে?
০৬ জুন ২০১৪ রাত ০৯:৫৬
178312
নতুন মস লিখেছেন : ইমোর মাথা মুন্ড আমি ভাল বুঝিনা ।কষ্ট করে মন্তব্যের জন্য ধন্যবাদ ।
227905
২৯ মে ২০১৪ দুপুর ০১:৩৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ জুন ২০১৪ রাত ০৯:৫৭
178313
নতুন মস লিখেছেন : জাযাকাল্লাহ খাইর ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File