সত্যিই... তুমি ভাল আছ ত ।
লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ এপ্রিল, ২০১৪, ১২:২৯:৪৬ দুপুর
প্রকৃতির
অজস্র দূশ্যের স্থির দৃশ্যপট চিরন্তণ কথার মেলায়
তুমি ডুবন্ত ডুবরী
একটু উঁকি দাও
চেয়ে দেখ,
ঐ প্রকাশমান আকাশের দিকে এ এক বিশাল শক্তি
তুমি প্রমাণ খুজে পাবে মেঘমালার সঞ্চারিত বায়ু
স্তরে স্তরে সাজানো
কখন টুপ টুপ
ঝরা বৃষ্টি
হয়ত বর্ষণে
তোমার...
মন ভিজেই যাবে
কুয়াশায় ঢেকে নিবে নিজেকে
মানসপটে ভেসে ওঠবে
কত আনন্দের স্মৃতি
তবে কি তাই
তুমি ভালবাস তোমায়
ভাল আছ তুমি
ধুলোয় ঢাকা অন্তর
বৃষ্টি দেয় কি এনে
এক মুঠো প্রশান্তি
এত এত খেলা খেলে
বৃষ্টির জলধারা
ধুয়ে নিতে পারে তোমায়
এখনও ভাবনার দুয়ারে
ঝুলন্ত তালা
আর কত অভিনয়
দুনিয়ায় এই অপ্রকাশিত মন নিয়ে
আর কত
সত্যিই...
তুমি ভাল আছ ত ।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুনিয়ায় এই অপ্রকাশিত মন নিয়ে
আর কত
মন্তব্য করতে লগইন করুন