"মৃতকাব্য"

লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ এপ্রিল, ২০১৪, ০৮:৩১:৪৯ সকাল

সকালের আলোকে

কাঁটাছেঁড়া করে

ঐ আলো দিয়ে

বিধস্ত একটা কবিতা লিখব

ছন্ন ভঙ্গ হৃদয় দিয়ে

যেখানে জীবনের রুঢ় সত্য ফুটে ওঠবে বাস্তবতার

জেলখানায়

ধৈর্যশীল পিতা

যেখানে নেশাখোর সন্তানদের দ্বারা লাঞ্ছিত হবার দৃশ্য...

আট মাসের গর্ভবতী নারীর শারীরিক আর এই সমাজের শয়তান রূপী মানুষদ্বারা মানসিক যন্ত্রণায় কাতর

একটা চিত্র থাকলে

কেমন হয়?

হয়ত আবেগমৃত রোবটকে বসিয়ে দিলে

বেশ ভাল হবে

মনে হয়

পুরো যন্ত্রের সিস্টেমকে কন্টোলে রাখতে চাইবে খুব অপ্রাণ চেষ্টা চালিয়ে

পারবে কি

রোবট..

যেখানে মানুষ নামক উচ্চ বুদ্ধিবৃত্তির লোকেরা ব্যর্থ

এই অদ্ভুত চরিত্রগুলোকে কবিতায় আনতে হবে।

লবণ দিয়ে জীবিত মাছগুলোর মৃত্যুর দৃশ্যের

শেষ প্রহর

যতটা যন্ত্রতায় কাতর ছটফট

একটা দৃশ্য...

অশান্তির আগুন চারিদিকে

এর মাঝে

তিতিনকে এনে বসিয়ে দিব ভাবছি

দেখি ও ঠিক করতে পারে কিনা

এ সমাজকে

যেখানে নূন্যতম ঈমানী শক্তির

বিশাল ক্ষমতা পরিলক্ষিত হবে

হঠাত্‍ একদিন তিতিন বলবে মহামারী এই বিভত্‍স এলাকা থেকে আমিও পালিয়ে বাঁচতে চাই

নয়ত হারিয়ে যাচ্ছি আমিও মৃত্যুযন্ত্রণায়

কিন্তু দূর্বল ঈমান চুপি চুপি বলবে

মহামারী এলাকায় মৃত্যুবরণ করলেই

শহীদ মৃত্যু হয়

পালানোর দরকার নাই।

তিতিন দাড়িয়ে দেখবে

অজস্র চিত্র।

ঐ দুরে

ভয়ানক বিষণ্নতায় কুঁড়ে কুঁড়ে শেষকাব্য

একটা ছেলের চোখ

মনে হচ্ছে আত্নহুতির তীব্র একটা বাসনা

দুর থেকে চেয়ে চেয়ে দেখা

তিতিনের জন্য

এক প্রকার অভিশাপ

সত্যি কি কিছু করতে পারে না সে

অসহায় অনুভূতিগুলোর

চাপ

মাঝে মাঝে তাকেও মেরে ফেলে

এ কবিতাটি স্বল্প আলোয় লেখা

একটা সমাজের মৃত কাব্য।

#নতুন_মসের_বাসনা_অনুভূতি_শূন্য_মানুষ_হওয়া।

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203674
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর Rose
203686
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১১
নেহায়েৎ লিখেছেন : আসলেই সুন্দর।
203700
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩০
ভিশু লিখেছেন : Happy
মাথা
ঘুরে
গেলো!
অল্প
আলোতে
পড়লে
মনে
হয়
অমন
হতো
না!
তবে
ঘুম
ভাঙিয়ে
দেয়ার
মতো
মৃত
কাব্য!
তিতিনটা
কে
বা
কি?
বুঝিনি!
Sad
Rose
203705
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৬
পবিত্র লিখেছেন : ভালো লাগলো Happy Happy Good Luck Good Luck Good Luck
203726
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওয়াও! চমৎকার কবিতা! বিবেককে নাড়া দেওয়ার কত সব কথা! স্যালুট কবিকে!
203727
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৫
উড়ালপঙ্খী লিখেছেন : কারো কাছে কবিতাই জীবন,
আবার জীবনই কবিতা।
203740
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
সজল আহমেদ লিখেছেন : অতি চমত্‍কার!
203743
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৫
প্রবাসী আশরাফ লিখেছেন : কাব্যর প্রতিটি পরতে যে কষ্টের ছাপ উপস্থাপনের আকাঙ্খা তা সত্যিই প্রশংসনীয়...কষ্টাবেগ মিশ্রিত ধন্যবাদ... Thumbs Up
203852
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৮
ফেরারী মন লিখেছেন : উড়ালপঙ্খী লিখেছেন : কারো কাছে কবিতাই জীবন,
আবার জীবনই কবিতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File