অপেক্ষায়...

লিখেছেন লিখেছেন নতুন মস ০১ এপ্রিল, ২০১৪, ০৯:৫৩:০৯ রাত

একটা ফোঁটা জলের বিন্দু

কিন্তু অশ্রু নয়...

বাতাসে মিষ্টি এক ঘ্রাণ,

আকাশের অজস্র তারা,

খুব চিকন বাঁকা চাঁদের আলো

তুমি ও তুমি ছিলে

হৃদয়ের বন্ধ কুটিরীতে

কোন স্মৃতির ছোঁয়ায় এইত জাগ্রত

আজও অমলিন।

আমি ভাবি

তুমি ও তুমি

ঐ যে সবুজ অনুভবে

ভালবাসায়।

হয়ত ফিরবে না

এ পথে,

আর কখনও

কেউ ফেরে না যে।

জোর করে আটকে

দেবে না

ঐ মাটির টিনের ঘরে আমাকে..

জানো,

তুমি ও তুমি চলে গেলে

আমারও মাটির ঘ্রাণ নেওয়া

হঠাত্‍ থমকে গেল,

কত যে বেলা

এল গেল...

আমার যে এখনও

পুকুর ঘাটে বসতে বড্ড ইচ্ছে করে,

অজস্র জোনাকি,

ঝিঁঝিঁ পোকার ডাক,

আর কুটকুটে অন্ধকারের মায়া,

তোমাদের অজানা

ঐ চিহ্ন টুকুতে বসে অনমনে একা একা গল্প করতে ইচ্ছে করে।

আমার সেই সব

অদৃশ্য অভিমান তোমরা ছাড়া

আজও কেউ বুঝতে পারিনি

মরে গেছে অভিমানেরা...

তুমি ও তুমি যেথায় থাক

খুব হাসি হাসি মুখটি নিয়ে জান্নাতের

ঐ চমত্‍কার দোরে বসে থাকবে

অপেক্ষায়...

তারপর

আমরা এক সাথে যাব

ঐ চমত্‍কার

মাটির ঘরে

আমরা দুয়ারে বসে

বৃষ্টির ফোঁটা গুনব

টুপ.. টুপ.. টুপ

ঠিক আছে।

#নতুন_মস

সূর্যবাড়ি

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201430
০১ এপ্রিল ২০১৪ রাত ১০:০৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ছ্যাক খাওয়া কবিতা আর দিবেন না কষ্ট পাই। Broken Heart Broken Heart

পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২২
152338
নতুন মস লিখেছেন : আমার চিন্তায় ত ইহাকে রোমান্টিক কবিতায় মনে হয় ।ভয়ংকর রোমান্টিক জান্নাতে যেয়ে বৃষ্টি দেখা ভাবতেই ভাল লাগে।
অহেতুক দুঃখ নিবেন না।
201451
০২ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৪
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
152339
নতুন মস লিখেছেন : শুকরিয়া মন্তব্যের জন্য।
201483
০২ এপ্রিল ২০১৪ রাত ০৩:২৪
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫১
152516
নতুন মস লিখেছেন : সন্মানিত ব্লগার গেরিলা আপনাকেও ধন্যবাদ।
201501
০২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৫০
ভিশু লিখেছেন : Rolling Eyes
অনেক
ব্যথা
লাগ্লো! Broken Heart
তবে
কাব্য
ভালো
হয়েছে...Happy Good Luck Rose
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৪
152517
নতুন মস লিখেছেন : স্মৃতিকথা ত একটু বেদনার না চাইলেও আসে।ভাল লাগার অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ।
201515
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৬:০৫
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আপনার
কবিতা
কেন
যেন
মাথার
উপর
দিয়ে
যায়!
Whew! Whew! Whew!
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
152337
নতুন মস লিখেছেন : সম্ভবত লেখাগুলো অগোছানো থাকে বলে এমনটা হতে পারে।
201539
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন লিখেছেন। ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
152333
নতুন মস লিখেছেন : আলমগীর মুহাম্মদ সিরাজ ভাই আপনাকেও অসংখ্য মোবারকবাদ।
201835
০২ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মেঘ ভাঙা রোদ লিখেছেন : ছ্যাক খাওয়া কবিতা আর দিবেন না কষ্ট পাই Sad Broken Heart Sad Broken Heart
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
152329
নতুন মস লিখেছেন : আমার চিন্তায় ত ইহাকে রোমান্টিক কবিতায় মনে হয় ।
অহেতুক দুঃখ নিবেন না।
202804
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০০
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার সেই সব
অদৃশ্য অভিমান তোমরা ছাড়া
আজও কেউ বুঝতে পারিনি
মরে গেছে অভিমানেরা...

তুমি ও তুমি যেথায় থাক
খুব হাসি হাসি মুখটি নিয়ে জান্নাতের
ঐ চমত্‍কার দোরে বসে থাকবে

অপেক্ষায়...

ভালবাসা এমন এক বায়বীয় ভাবনা, যার কোন সীমানা নেই। সে নিজেই যেন কল্পনার এক মহাসমুদ্র। সেই সমুদ্রের তলদেশে ডুবুরীরর মত হেটে হেটে খুজে আনা শব্দ দিয়ে হারিয়ে যাওয়া প্রেয়সীর যাতনা আর অপেক্ষা নিয়ে লিখা কবিতা বড় চমতকার। ও দেখলে নিশ্চয়ই বলতো
থাকনা সব অভিমান
মিছে কেন অপমান
চাওয়া পাওয়ার দোলনায়
আমরা ছিলাম, আছি থাকবো
উড়াবো প্রেমের নিশান।
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০১
152328
নতুন মস লিখেছেন : হ্যা আমি ওনাদের দুজনকেই বড্ড ভালবাসি ওনারাও যার ফলে অভিমান করে ছোট বেলায় গাল ফুলিয়ে থাকতাম।
হয়ত পৃথিবীর বুকে ওনাদের দেহ নেই তবে ওনাদের আত্নাদের রেখে যাওয়া স্মৃতিগুলো
আমি একটা একটা করে যত্ন করে রেখে দিয়েছে মনস পটে ।
আজীবন আমি ভালবাসার শব্দ দিয়েই বুনে যাব তাদেরকে ইনশাআল্লাহ।
সুন্দর মন্তব্য।
শুকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File