অপেক্ষায়...
লিখেছেন লিখেছেন নতুন মস ০১ এপ্রিল, ২০১৪, ০৯:৫৩:০৯ রাত
একটা ফোঁটা জলের বিন্দু
কিন্তু অশ্রু নয়...
বাতাসে মিষ্টি এক ঘ্রাণ,
আকাশের অজস্র তারা,
খুব চিকন বাঁকা চাঁদের আলো
তুমি ও তুমি ছিলে
হৃদয়ের বন্ধ কুটিরীতে
কোন স্মৃতির ছোঁয়ায় এইত জাগ্রত
আজও অমলিন।
আমি ভাবি
তুমি ও তুমি
ঐ যে সবুজ অনুভবে
ভালবাসায়।
হয়ত ফিরবে না
এ পথে,
আর কখনও
কেউ ফেরে না যে।
জোর করে আটকে
দেবে না
ঐ মাটির টিনের ঘরে আমাকে..
জানো,
তুমি ও তুমি চলে গেলে
আমারও মাটির ঘ্রাণ নেওয়া
হঠাত্ থমকে গেল,
কত যে বেলা
এল গেল...
আমার যে এখনও
পুকুর ঘাটে বসতে বড্ড ইচ্ছে করে,
অজস্র জোনাকি,
ঝিঁঝিঁ পোকার ডাক,
আর কুটকুটে অন্ধকারের মায়া,
তোমাদের অজানা
ঐ চিহ্ন টুকুতে বসে অনমনে একা একা গল্প করতে ইচ্ছে করে।
আমার সেই সব
অদৃশ্য অভিমান তোমরা ছাড়া
আজও কেউ বুঝতে পারিনি
মরে গেছে অভিমানেরা...
তুমি ও তুমি যেথায় থাক
খুব হাসি হাসি মুখটি নিয়ে জান্নাতের
ঐ চমত্কার দোরে বসে থাকবে
অপেক্ষায়...
তারপর
আমরা এক সাথে যাব
ঐ চমত্কার
মাটির ঘরে
আমরা দুয়ারে বসে
বৃষ্টির ফোঁটা গুনব
টুপ.. টুপ.. টুপ
ঠিক আছে।
#নতুন_মস
সূর্যবাড়ি
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
অহেতুক দুঃখ নিবেন না।
অনেক
ব্যথা
লাগ্লো!
তবে
কাব্য
ভালো
হয়েছে...
কবিতা
কেন
যেন
মাথার
উপর
দিয়ে
যায়!
অহেতুক দুঃখ নিবেন না।
অদৃশ্য অভিমান তোমরা ছাড়া
আজও কেউ বুঝতে পারিনি
মরে গেছে অভিমানেরা...
তুমি ও তুমি যেথায় থাক
খুব হাসি হাসি মুখটি নিয়ে জান্নাতের
ঐ চমত্কার দোরে বসে থাকবে
অপেক্ষায়...
ভালবাসা এমন এক বায়বীয় ভাবনা, যার কোন সীমানা নেই। সে নিজেই যেন কল্পনার এক মহাসমুদ্র। সেই সমুদ্রের তলদেশে ডুবুরীরর মত হেটে হেটে খুজে আনা শব্দ দিয়ে হারিয়ে যাওয়া প্রেয়সীর যাতনা আর অপেক্ষা নিয়ে লিখা কবিতা বড় চমতকার। ও দেখলে নিশ্চয়ই বলতো
থাকনা সব অভিমান
মিছে কেন অপমান
চাওয়া পাওয়ার দোলনায়
আমরা ছিলাম, আছি থাকবো
উড়াবো প্রেমের নিশান।
হয়ত পৃথিবীর বুকে ওনাদের দেহ নেই তবে ওনাদের আত্নাদের রেখে যাওয়া স্মৃতিগুলো
আমি একটা একটা করে যত্ন করে রেখে দিয়েছে মনস পটে ।
আজীবন আমি ভালবাসার শব্দ দিয়েই বুনে যাব তাদেরকে ইনশাআল্লাহ।
সুন্দর মন্তব্য।
শুকরিয়া
মন্তব্য করতে লগইন করুন