আহারে কতই না ভালবাসলাম এ জীবনে'

লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ মার্চ, ২০১৪, ০৭:৫৭:৫১ সন্ধ্যা

জীবনবোধ বড় আজীব

অচেনা এক পথ

প্রতি কদমে কদমে রহস্যের বীজ বোনা

কিছুটা রাস্তা হেটে

থমকে দাড়াতে হয়

নয়ত পিশাচের রূপে

হারিয়ে যাওয়া

দুনিয়াবী স্বার্থকে

হাসিল করা

বাবা ব্যস্ত রোজকার মত

অঢেল টাকার খোঁজে

আজ মায়ের হাতে

রং বেরঙ্গের চুড়ি

মুখে মেকাপ

আঁচল এক পাশে ঝুলানো

তাই দল ছুট আমি

ঐ উচু হিলের

নড়বড়ে সংসারে

সন্তান হয়ে আমরা

কাজের বুয়ার কোলে

অসুস্থ অনাদরে

মরন যন্ত্রণায় পাল্লা দিলাম যখন

কে দেখেছে তখন

মা বাবার স্বপ্ন

মোটের ঘিরে

সমাজের উচু স্তরে বিশাল

হয়েছিও তাই

টাকা আর নেশার পিছনে মরিয়া হয়ে ছুটছি

আজ বাবা মা তাই

বৃদ্ধা আশ্রমে মরে।

হায়...

চোখের জল ফোঁটায় ফোঁটায় পড়ে

আহারে কতই না

ভালবাসলাম এ জীবনে।

#নতুন_মস

সূর্যবাড়ি

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197264
২৪ মার্চ ২০১৪ রাত ০৮:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৮
148127
নতুন মস লিখেছেন : প্যারিস থেকে আমি
সন্মানিত ব্লগার আপনাকে ধন্যবাদ
197315
২৪ মার্চ ২০১৪ রাত ১০:০১
নীল জোছনা লিখেছেন : পড়ে কলিজার ভিত্রে তীর হান্দায়া গেলো। জটিল হয়েছে
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪০
148135
নতুন মস লিখেছেন : কিচ্ছু বলার নাই।কিঞ্চিত্‍ পরিমাণে হলেও ঘটনা সত্য।
197991
২৬ মার্চ ২০১৪ রাত ১২:১৮
ইক্লিপ্স লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪১
148140
নতুন মস লিখেছেন : কেমন যেন শূণ্য শূণ্য ভাব আপনি কোথায় আর আপনার গল্প।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File