নিরব বিশৃঙ্খলের শেষ প্রহর...
লিখেছেন লিখেছেন নতুন মস ১০ মার্চ, ২০১৪, ১২:৫৩:১২ দুপুর
অনন্ত জীবনের পথ
সামনে
মরনের পর
অপেক্ষায়..
নিরব বিশৃঙ্খলের
শেষ প্রহরে পা...
রবের সন্তুষ্টি ও ভালবাসার
কথা ভেবে ভেবে
মানুষকে ভালবাসা
বড় কঠিন কাজ।
এক শহীদের কথা শুনেছিলাম
একটু বড় হয়ে
যখন গিয়েছি যার দুয়ারে।
যারা আত্নার পরিশুদ্ধির ছোঁয়ায়
ভালবাসতেন
মানুষজনকে...
আজও মানুষ
ভুলেনি তাঁদের
হৃদয় থেকে।
ভাবতে অবাক লাগে
এই পার্থিব জীবনকে
জানাতে হবে
চিরতরে ছুটি...
ক্ষুদ্র ক্ষুদ্র দুনিয়াবী
চাওয়া পাওয়াকে
দিতে হবে
অজান্তেই বিসর্জন।
অনেক ভেবে যখন
ভাবনার দুয়ার খুলি
মানুষের দ্বারে যাই
সালাম জানাতে...
মূর্খতার দেখে নিজের লজ্জা পাই
চুপ করে ফিরি
ঘরে
একা একা ভাবি
হায়...
অজ্ঞতা ঘিরে আছে
চতুরদিক জুড়ে।
কাউকে ভালবাসতে হলে আপন করে নিতে
যানতে হয়...
জানি না।
সৃষ্টিকর্তার দুয়ারেই
যেতে হবে
রবের কাছে
ধন্যা দিয়েই
চেয়ে নিতে হয়
এটায় মুক্তির পথ...
দূর্বল চিত্রের
ঈমান নিয়ে
দাড়িয়ে পড়ি লাইনে
ক্ষমার আশায়।
#নতুন_মস
সূর্যবাড়ি
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিরা কাব্যর বাজারে চষে বেড়ায়। তুলে আনে অনূভতির শব্দ। সাজায় আপন অঘ্য। ধন্যবাদ ভাই।
কবিতার প্রতি আগ্রহ তেমন ছিল না।
কবিতার বই খুব কম পড়েছি বেশি পড়া হয় গল্প উপন্যাস।
বিন্দু মাত্র ইচ্ছা বা খায়েশ আমার নেই কবি হবার।
লেখা লেখির স্বাদ জেগেছিল
অতীত স্মৃতি থেকে তারপর
অন্য ব্লগারদের দেখে, অনুকরণ, অনুসরণ এবং হুট করে লেখা।
সেই সব ব্লগারদের প্রতি গভীর সন্মান অনুভব করি হৃদয়ে।
যারা প্রকৃত অর্থে সন্মানিত আজও।
আপনিও চমত্কার লেখেন।
মন্তব্য করতে লগইন করুন