এই কাঠফাঁটা রোদ ঝরানো দুপুরবেলা....
লিখেছেন লিখেছেন নতুন মস ০৬ মার্চ, ২০১৪, ০৩:৪৯:৩০ দুপুর
দুপুরের রোদ...
খোলা মাঠ পেরিয়ে
ঐ দুর প্রান্তে
বুড়ো বটগাছ দাড়িয়ে
নিজের ছায়ায় পা মাড়িয়ে পথ চলা
ফাল্গুনের রোদ ঝরানো বেলা
বটতলায় ঐ শাখায়
পিড়ির দোলনা বাধা
কিছু বালক বালিকার মেলা
এই কাঠফাঁটা
রোদ ঝরানো
দুপুরবেলা...
বটতলায়
মৃদু মৃদু হাওয়ায়
পাতারা দুলছে
আপন ছন্দে...
এক কোণ ঘেঁষে
বসে বসে
বাঁশির সুর তোলে
রাখাল ছেলে...
অন্য কোণে
ভাবুক ছেলে
চুপটি করে
একলা বসে
কাব্য আঁকে
নিজের মনে।
#নতুন_মস
সূর্যবাড়ি
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন