'মৃত শিশির জল কণার স্নান'
লিখেছেন লিখেছেন নতুন মস ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০৮:২৪ বিকাল
কিচির মিচির পাখির ডাকে
মিষ্টি মধুর টান
রোদের ছায়ায় আঁকা দুপুর ছবির ফ্রেমে
ঘাসের উপর
মৃত শিশির
জল কণার স্নান।
সবুজ প্রাণ
বাতাসে জড়ানো
মৃদু মুদু তরঙ্গের ঢেউ
দুর
বহু দুর
না দেখা গাছ গাছালি
আর বাঁশ ঝাড়ের ফাঁকে
আবছা আবছা
গ্রামটি যে লুকানো
ঐ।
#নতুন_মস
সূর্যবাড়ি
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানেও গ্রাম আছে। চলে যাবো ভাবছি একদিন।
মন্তব্য করতে লগইন করুন