তাহারে ভালবেসে
লিখেছেন লিখেছেন নতুন মস ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১৫:২২ রাত
"মাটিকে ভালবাস মাটি তোমাকে ভালবাসবে।"
যে মনীষি বলেছেন ভালই বলেছেন।আদি থেকে অন্ত শুধু যেন খা খা মরুভূমি এক খন্ড ভালও...বাসার খোঁজে শিশির বিন্দুর পিছু ছোটে মরুভূমির বালুও।তপা ফজরের নামাজের পর পর মৃদু আলোয় আবার হারিয়ে যেতে চায় ঘুমের রাজ্য চাবে না ত কি?তাছাড়া, না চেয়ে উপায় আছে, কখনও কি সে রাত দুটোর আগে ঘুমিয়েছে নাকি।চোখের পর্দা নাকের ডগায় উপর কতক অক্ষরের পাণে চেয়ে রাত কাভার।হঠাত্ মগজে উকি দিচ্ছে বাণী
"যে নিজের আত্নীয় পরিজনের কাছে ভাল,সেই যথার্থ ভাল"
তপাপাপাপা আধ আধ কথা ছোট্ট ছোট্ট হাত আর ছোট আঙ্গুলগুলো যেন আর ঘুমতে দেয় না
উঠ।তপার বড় আপুনি ১৫ মাসের বাবুটাকে নিয়ে এসেছে ইনশাআল্লাহ চার মাস পর আরেকটি ফুটফুটে আলোর ছড়া কোলে এসে নামবে...
নদীর স্রোত ভাটা আর প্লাবন ধারার মত ভালবাসা নামে সত্যি বাচ্চা একটা নিষ্পাপ ভালবাসার উপকরণ।তবে
'মা মা ই তার অন্য কোন রূপ নেই'
সব সন্তানদের ক্ষেত্রেই।
তপা অবাক হয়ে বোনের দিকে তাকায়।ডাক্তার পুরো রেস্টে থাকতে বলেছে।আর যেন বাবুটাকে কোলে না নেয় সাবধান করেছে তবুও
মা ত সবক্ষেত্রে সব পরিবেশেই মা।
একটু কান্নাও যেন সহ্য হয় না।তপার ধরে মাঝে মধ্যেই ত বিরক্তি।
তপা উপর যেন বোনটির এক বিশাল আবদার
মাঝে মাঝে
তপা সবকিছুতে শূণ্যতা দেখে মাঝে মধ্যে
এত প্রত্যাশা কেন তাকে ঘিরে?সে আসলে ভয়ানক অলস প্রকৃতির বালিকা।
ভোরে উঠে
একরাশ ক্লান্তিকে ঠেলে দেয় আর মনে মনে যাবর কাটতে কাটতে বলে...
'ভালবাসা যা দেয় তার চেয়ে বরং বেশি কেড়ে নেয়'
তবে বাচা সে বাবু মহা পরিশ্রমী
ওনাকে দেখলে মনে হয়..
তা পরিশ্রম যে কাজেই হোক কেনঃকখন পাখি ডানায় নিজেকে মিলিতে দেওয়া,টুপ করে পড়ে যাওয়া,রোদের ছায়ার সাথে লুকচুরি খেলা,পিপিলিকাকে বন্ধু ভেবে তার পিছনে ছুট দেওয়া,ঝাড়ু হাতে,অথবা একটা পর পর একটা কাঁচের জিনিস পত্রকে টুকর টুকর উপাদানে তৈরি করা তা যে ধরণের হোক না কেন তার ত এক বিশাল মূল্যের বুঝ্তে হবে।
ছোট্ট দার্শনিকের পিছে ছুটতে ছুটতে যখন দু একটা নিজের কাজে হাত দেয় তপা যখন বেশ কষ্ট অনুভূতি জাগে তখন।
কেন না তপা খুব কাছ থেকে অন্যের কষ্টদের দেখতে পায়।গভীরে ঢুকে পড়ে।যার একটু ছায়া তার গায়ে এসে নীল আভা ছড়িয়ে দেয়।
আপন মনে কিছু বাণীতে মন দিয়ে পড়ে
কখন কোরআন হাদীসের বানী নয়ত টুক টাক কথা।আজ পড়ছিল ও...
'মানুষের মা তাদের যা বানিয়েছে মানুষ তাই'
কত না গুরুত্ব একজন রমনী মায়ের।
'ভালবাসা সূর্যের মত নিরপেক্ষ বলেই দীর্ঘস্থায়ী'
তাই ত মা ত মা।
বিকাল বেলা ডাক আসে তপার ছুটে চলে যায় কিছুটা মিছিলের ঘ্রাণে ঘ্রাণে।সন্ধ্যা পেরিয়ে যখন সূর্য অনেক দুরে চলে যায় শব্দ তরঙ্গের ঢেউ কথাদের ভাসিয়ে নিয়ে আসে।
'কই তুই তাড়াতাড়ি আয়'
একটা ক্লান্ত কিন্তু আবদারের সুর তপার হৃদয়ের নিরব অনুভূতিদের নাড়া দেয়।
রাতের আধারকে ঠেলে মায়ের প্রয়োজনীয় কেনা কাটা সেরে
ছুটে আসে তপা হাতে বাবুটার প্রিয় খাবারটি নিয়ে।
তবুও মাঝে মাঝে তপা ক্লান্তির কথা বলে অভিমানে...
মা কিন্তু খুব কমই বলে। ভালবাসার মুল্য হয়ত ভাল এক টুকর কাজের বিনিময়ে দিতে হয়।অজান্তে
হতাশা নেমে আসে অপারগতার মাঝে বিদ্রোহের সুর বাজে।
তবুও তাহারে ভালবেসে মন দেহ ছুটে যায় বারে বারে।
নিজের কাজগুলোকে গুছিয়ে রাখে যত্ন করে ঐ পুরোন তাকে উঠিয়ে রাখে।আবার ছুটন্ত সকালের খোঁজে।
ওদিকে..
নিরব দর্শনঃ মায়ের অনুভূতি শুধু মায়েরাই বোঝে।
সবশেষে
আবার একটু একটু করে গভীর রাত নামে।এবার ভাবনার খাতা খুলে বসে তপা
'একজন ভাল মানুষই ভাল কিছু সৃষ্টি করতে পারে'
তাহলে এটাই চিরন্তণ বাণী হওয়া উচিত।যদি কেউ তার ভবিষ্যত প্রজন্মকে সত্যিকার অর্থে আর্দশবাহী সত্যের বাহক বানানোর ইচ্ছে পোষণ করে মনে মনে তবে
পিতা মাতা উভয়কেই সত্য আর ভাল কিছু গুনের ধারক হতে হবে।
#নতুন_মস
সূর্যবাড়ি
(দীর্ঘ দিন পর গল্প লিখলাম ভুলেই গিয়েছি..আলহামদুলিল্লাহ।)
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চিন্তা করা ভাল না চুল কিন্তু পড়ে যায়।
মন্তব্য করতে লগইন করুন