আমিত্বের স্বাদ-বিস্বাদ
লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ জানুয়ারি, ২০১৪, ০৯:০৪:০২ রাত
প্রকৃতির রূপ
সূর্যের আভার মত ছড়িয়ে পড়ে
এই সন্ধ্যার পৃথিবীতে...
কিছু আলোর ছটা
ঢুকে পড়ে অজান্তে
হৃদয়ে চার দেওয়ালের কুঠরিতে...
ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহের আনাচে কানাচে
রহস্যের হাসি হেসে
ইতি টানে...
জীবনের
সব হতাশার হারিয়ে যায়,
বন্ধ বিষণ্নতা দ্বার।
অপরাধবোধ
কুঁড়ে কুঁড়ে খায় আমিকে
আর আমিত্ব
দাম্ভিকতার মত সামনে এসে বলে...
চল ছুটি
বিষণ্নতার পথে
সকলকে পিছনে ফেলে
আমিও ছুটি
ভাবি...
আমার বুঝি
গোটা পৃথিবীর সুখ শান্তি
ধ্বংস স্তুপের নিচে
চাপা পড়া।
অন্ধের মত
মোহের টানে ঐ শেষ সীমান্তে হারিয়ে।
গালে হাত
শূন্য নয়নের উদাসীনতা
হুম..
মন খারাপ।
ঘোরের মায়াবী জাল আলোকে বাধা দেয়
ধীরে ধীরে
অন্ধ তখন হৃদয়ে
ছড়িয়ে পড়ে
স্থায়ীভাবে
আমার আপন আত্নার
ভুল-ভোলা জগতে
একাকিত্ব...
উঁকি দেয়
মিথ্যা অভিমানে
জীবনের দাড়ি টানি
ঠিক এই মুহূর্ত্বে।
সময়ে সময়ে
হারিয়ে যায় মূল্যবান সময়
আমি আজও আমাকে খুঁজি...
ঐ
নিষ্পাপ শিশুদের দলে
আবার
আলোকিত হবে গোটা দুনিয়া
একটু একটু করে।
স্বপ্ন বুনি আপন আঙ্গিনাতে।
#নতুন_মস
23/01/2014
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুকরিয়া।
জ্বি ভালো।
ইনশাআল্লাহ
চেষ্টা থাকবে।
ধন্যবাদ। চালিয়ে যান
অনুপ্রেরণা দেওয়া জন্য আন্তরিক ধন্যবাদ।
নিজের সাথেই
এত্ত কথা!
ধন্যবাদ
আলোকিত ভোর।
মন্তব্য করতে লগইন করুন