"সন্ধ্যার ছায়া"
লিখেছেন লিখেছেন নতুন মস ২০ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৯:৪৩ বিকাল
আনমনা সূর্য
দূরে চলে যায়....
নদীর সীমানা পেরিয়ে ওপারের গায়...
পৃথিবী যে ঘুরছে
ধীরে ধীরে
গুটি গুটি পায়
সন্ধ্যারা এসে শুধুই
মায়া ছড়ায়।
সবুজের সমারোহ
কালো ছায়ায়
ঢেকে রয়।
উড়ু উড়ু পাখিরা
নীড়ের টানে
ছুটন্ত তাই
কিচির মিচির
শিশু পাখি
মাকে...
আবার ফিরে পায়।
ভালবাসার বন্ধনে
জোনাকির আলোয়
ঘর সাজায়।
রোজ রোজ
সন্ধ্যারা এসে শুধু
মায়ায় জড়ায়।
#নতুন_মস
০১/০৫/২০১৩
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ কয়েকটি লাইন যোগ করে দিলাম।অনেক অনেক শুভ কামনা।
সুস্থ থাকুন।
এত এত শব্দ প্রেমিক প্রেমিকার ভীর যে আমি ত শুরু টুকে টুকে রাখি।
তবে শব্দ কালেক্ট করতে লেগে পড়ব ভাবছি।
তবে দেশের যা অবস্থা মাথার মধ্যে পিস্তল রেখে শুধুই গুলি আর রক্ত
ঠুস। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন