এখনই সময়

লিখেছেন লিখেছেন নতুন মস ১৮ জানুয়ারি, ২০১৪, ০৫:০৮:০২ বিকাল

এখনই সময়

জেগে ওঠ ঘুম ভাঙ্গা

অলস আখিদ্বয়

আর কত কাল কাটাবে তোমরা ঘুমের ঘোরে

জীবন যদি থেমেই যাবে

কেন পথে নেমেছিলে

ঐ দুরে

বটতলায় পড়ে আছ

উদাস উদাস

কবিতার পাতায় পাতায়

ওঠ হে পথিক

তুমি কবি নও

চল চল যাই

আধার পেরিয়ে

ঐ অচেনায়

অনেক যে পথ বাকী

পেরিয়ে গেল সময়।

কাল তোমার

ক্লান্ত দেহে

জীর্ণ শরীর

ঠাই পড়ে রবে

শুধুই একে যাবে কল্পনা...

বাস্তব জাগাতে

জেগে ওঠ

আজ

এখনই সময়।

#নতুন_মস

বিষয়: বিবিধ

৮৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163975
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৬
হতভাগা লিখেছেন :


১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
118248
নতুন মস লিখেছেন : :-)
হুমম....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File