অনিশ্চিত_যাত্রা
লিখেছেন লিখেছেন নতুন মস ১৩ জানুয়ারি, ২০১৪, ১১:১৪:১৬ সকাল
হঠাত্ শাহেদ এর কাছে একটা কল এল এই ফজরের পর পর।
কথা কথা শুনতে শুনতে চোখের দুই কোণ থেকে সমুদ্রের ঢেউ গালের উপর দিয়ে বয়ে চলছে।শাহেদ পাশের রুমে ধীর গতিতে পৌছালো
মা আল কোরআন তেলোয়াত করছেন
কলেজে পড়ুয়া বোনটি নিশ্চিন্তে খাটের উপর ঘুমিয়ে আসে।হাটু গেড়ে মায়ের পাশে বসে পড়ল শাহেদ,
"মা চল আমাদের এখনই রংপুর যেতে হবে"
ফাতিমা বেগমের অন্তর অজানা খবরে কেঁপে উঠল।
চুপ করে আসেন।
সুমাইয়াকে ডাক।
দ্রুত রেডি হতে হবে।
ফাতিমা বেগম মেয়ে ডাকলেন
"মা উঠ রেডি হ।এখনই আমাদের রংপুর যেতে হবে।"
কথা খুব শান্ত আর তীক্ষ্ন তীরের মত সুমাইয়ার অন্তরে গেথে গেল।
ধীর ধীর ভাবে সাত আট ঘন্টার জার্নির প্রস্তুতি নিয়ে বাসা থেকে থালা দিয়ে বের হয়ে গেল শহীদ রফিক সাহেবের পরিবার।
হয়ত যেতে যেতে তার ভার্সিটি পড়ুয়া ভাইটিও ধরা পড়ে যেতে পারে
তারপর
হুমম...
হয়ত ঘরের দুয়ারের সামনে যেতে পারবে মা মেয়ে নয়ত পশুলীগের হিংস্রতার শিকার হবে।সুস্থভাবে পরিবারটি লাশ দাফনের কাজ সম্পূর্ণ করার শেষ ইচ্ছায় রংপুরের পথে যাত্রা করল।
তবে তা একদম অনিশ্চিত যাত্রা।
.
"স্বাধীনতার স্বাদ বড়ই তিতা
তবুও স্বাধীনতার খোঁজে ছুটছে অবুঝ জাতি"
#নতুন মস
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন