ছোট্টবেলা
লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ জানুয়ারি, ২০১৪, ১২:০২:৪৪ রাত
'গ্রাম মানেই সবুজে
ঢাকা
আকা বাঁকা
মেঠো পথে চলা.....
ছোপ ছোপ মেঘের ভেলায়
নীল আকাশের গল্প।
রাতের আকাশ তারার ফাঁকে চাদের দেখা
জমিনে জুড়ে
মিটমিট জোনাকির খেলা
একটু বাতাস মৃদু শব্দ
চেনা অচেনা ঘ্রাণ
মিলে মিশে একাকার
আলো আধারের ছোট্টবেলা।
#নতুনমস
বিষয়: বিবিধ
১৫৩৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন