লাল শাপলা-১
লিখেছেন লিখেছেন নতুন মস ০৮ ডিসেম্বর, ২০১৩, ১০:২১:১১ রাত
(১)
.
দাও ফিরে দাও কোরআনী বিধান
মিটাতে অভাব যত অনটন
হটাতে যালিম জাগে জনগন
বুঝে নিবে আজ যত প্রযোজন।
যত ব্যথা সব পুঞ্জিভূত
হয়ে যাবে সব দুরীভূত
থাকবেনা আর যালিম শোষক
ধরণী হবে আবার আলোকিত।
.
.
.
(২)
.
বাংলার ঘরে শত বিপ্লবী
মানেনা বাধা জানেনা ভীতি সাহসী জীবন গর্বিত জাতি
শহীদ যারা জীবিত তারা
গোলাপ ফুলের প্রজাপতি।
.
.
(১৫)
নিরিহ মানুষ নিরব হল
বুলেট গুলি বুকে ধরে
আজ বাংলার ঘরে ঘরে
শুধু লাল রক্তের ফুলদানী
.
#ছড়াকারঃ
লাল শাপলা
#সময়ঃ
১০.২০
১২ই অগ্রাহাণ ১৪২০
২৬শে নভেম্বর ২০১৩
"এ কথায় আমার নয়"
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন