খন্ড খন্ড শিশির বিন্দু....

লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ নভেম্বর, ২০১৩, ০১:৪৭:২০ রাত

'খন্ড খন্ড কিছু গন্ডগোল অনুভূতি।

অবশ্যই প্রতিটি উক্তিই অনেকগুলো গুরুর্ত্ব বহন করছে।

তবুও গন্ডগোল বললাম হয়ত চরিত্রে ভারসাম্য নেই বলে।'

সংগহশালা থেকেঃ

#ইসলাম কি?

ভাল কথা ও ক্ষুধার্তকে খাওয়ানো।

#"একদিকে তিনি পাহাড় সমান গুরুদ্বায়িত্ব ও চিন্তার বোঝা বয়ে বেড়াতেন এবং নানারকম উদ্বেগ ও উত্‍কন্ঠার মধ্যদিয়ে তার সময় কাটতো।অপরদিকে লোকজনের সাথে গভীরভাবে মেলামেশা করতেন এবং দিনরাত আলাপ আলোচনাও হতো।মেজাজে গম্ভীর্য যেমন ছিল,তেমনি ছিল হাসি তামাশা ও রসিকতা।পরস্পর বিরোধী গুণাবলীতে তার বিস্ময়কর ভারসাম্য ছিল(like)।"

#হযরত আনাস রাঃ বলেন,আমি দশ বছর যাবত রাসূল সাঃ এর সেবার নিয়োজিত থেকেছি। তিনি কখনও বিন্দুমাত্র বিরক্তি বা ক্রোধ প্রকাশ করেননি(like)।কোন কাজ যেভাবেই করে থাকি,কখনও বলেননি,

এভাবে করলে কেন?

আর না করলেও বলেননি,

এটা কেন করলেনা?

#কোন জিহাদ উত্তম?

সেই ব্যক্তির জেহাদ,যার ঘোড়াও রণাঙ্গণে মারা যায় এবং সে নিজেও শহীদ হয়।

#যুদ্ধ একটা কৌশল মাত্র।

#পৃথিবীতে তারাই শুধু শাসন করার ক্ষমতা পায় যাদের দেশ পরিচালনার যোগ্যতা রয়েছে।

#আইডিয়া আর স্বপ্ন এমন মূল্যবান সম্পদ যেগুলোকে গুপ্তধন হিসেবে সিন্দুকে লুকিয়া রাখা উচিত নয়(like)।

মাঠে ছেড়ে দেওয়া উচিত।যার ভাল লাগবে লুফে নিবে।

#ভাল চিন্তা আর আইডিয়া আসে ভাল ভাল মানুষগুলোর অন্তর থেকে।

ভাল মানুষগুলোর মধ্যে যারা প্রচন্ড ধৈর্যশীল তাদের থেকে তার চেয়েও বেশি ভাল আরো গভীর চিন্তা আর কার্যকরী আইডিয়া আসে।ভাল মানুষ প্লাস ধৈর্যের পাশাপাশি তার মধ্যে যদি সীমাহীন আশা আর স্বপ্ন খুব শক্তিশালীভাবে থাকে তবেই সেই ব্যক্তির কাছে পাওয়া যাবে পৃথিবীর শ্রেষ্ঠ আইডিয়ার আর পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলার চিন্তা।

#নিজের আনন্দ অনুভূতি অন্যের দ্বারে খুজতে চাওয়া বোকামি (like),এক সময় আপনি নিজেই খুব নিসংঙ্গ হয়ে পড়বেন খুঁজতে খুঁজতে।বরং আনন্দ অনুভূতি নিজের মাঝেই তৈরি করতে থাকুন।ঠিক তখনই একাকিত্ব আপনাকে আনন্দ দিবে।

হতে পারে,শিশির বিন্দুর অনুভূতিতে আনন্দ আছে।

#নিজের কলমের কালির তৈরি গোছানো অক্ষর দেখতে আনন্দ আছে(like)।

#মন মত কাজ না হলেই এক সেকেন্ডের মধ্যে বিরক্ত ও ক্রোধ এবং ঘৃণা প্রকাশ করার মাঝে ভালবাসা আছে বর্তমান সভ্যতার মাঝে।বন্ধনগুলো ভাঙ্গার মাঝে।

#মানুষ হিসেবে গুরুদ্বায়িত্ব ও চিন্তার বোঝা কতটুকু।উদ্বেগ ও উত্‍কন্ঠা এই ত দিন শেষে কতটুকু দুনিয়াবী চাহিদা পূরণ হল ততটুকু।

লোকজনকে ত প্রথমে শ্রেনী বিভাগ করতে হবে তারপর না হয় মিলামেশা একটা স্টাটাসের সাথে ত যেতে হবে নাকি।জানি না এর বাইরে পৃথিবী আছে কিনা।রসিকতা নাকি গাম্ভীর্য।দুনিয়াবী লোভ লালসা এবং অহংকারে লিপ্ত ক্ষুদ্র মানুষ।

#দেখা,শোনা আর পড়া জীবনে বাস্তবায়ন করা সবই ভিন্ন ভিন্ন চিন্তাধারার প্রতিফল(like)।

[এগুলো উক্তি অগোছানো অঙ্গন থেকে পাওয়া দুই একটা বাদে।

কোন রেফারেন্স না দেওয়ার কারণ হয়ত কেউ প্রমাণ খুঁজবে।আমি ত প্রমাণ জানি না।তবে উক্তি গুলো কাছে সংগৃহিত ছিল দিয়ে দিলাম।]

(নতুন মস)

বিষয়: বিবিধ

১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File