কোমল ভালবাসার ছোঁয়া

লিখেছেন লিখেছেন নতুন মস ১৩ নভেম্বর, ২০১৩, ০৬:৪৩:১৮ সকাল

টুপ টুপ

ফোটা ফোটা

বিন্দু বিন্দু জল

শিশিরের ছোয়াতে

সবুজ ঘাসদের প্রাণ।

চিক চিক করে জল

সূর্যের আলোয়

শতদামী

তার চেয়ে দামী কিছু নয়।

কিচির মিচির

ওরা ডাকে রোজ

ক্লান্তি হতাশা পায়না তাদের খোঁজ,

ফরজের আযানে শেষভাগে

পাবে তুমি রোজ

পাখিদের মাঝে

সুমধুর ডাক ওরা ডেকে যায় সাজে।

হাসি হাসি মুখ নিয়ে

নামাজীরা আসে,

'রোজ তারা প্রভুকে ভালবেসে খোঁজে'

দুনিয়াত ক্ষনিকের

খেল তামাশা

শুধু

মিছে মিছি কষ্টে

কেন অহেতুক

ডুবে থাকা।

প্রভুর স্বরণে মাথা

নত কর,

বিনয়ের সুর তুলে

ভালবাসা ধর।

(কোমলতা বিনয় রয়েছে যে বন্ধনে অবশ্যই সে বন্ধনে ভালবাসা থাকবে।কঠোরতা নয় কোমলতা শ্রেষ্ঠ।)

"নতুন মস"

[এটা একটা আনন্দের...]

বিষয়: বিবিধ

১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File