যেহেতু মানুষ....

লিখেছেন লিখেছেন নতুন মস ১২ নভেম্বর, ২০১৩, ১০:১৬:০৯ রাত

একটু কাঁপনি,

থর থর করে

হাত পা নড়ছে

তীব্র ভয়ানক অনুভূতি...

অদৃশ্য হারানোর ভয়

আঁকড়ে ধরা তীব্র যন্ত্রণা......

নিমকির এক ফালি

টুকর না হয়

দেয়েছিলাম ওর মুখে

প্রায় ত খাওয়াই..

হঠাত্‍

কি যে হয়ে গেল

কেন নীল হয়ে গেল বাবুতা

তীব্র আর্তনাদ ছিল কন্ঠে কাশতে কাশতে

কাদতে কাদতে

বাবুটা ক্লান্ত হয়ে গেল

অঝোরে ঘরের কোণার কোণায় অন্তরে রক্তক্ষরণ

হচ্ছিল সবার

হল কি

তীব্র হারানোর অদৃশ্য ভয়

এত মারাত্নক যন্ত্রণাদায়ক

আর প্রিয় মানুষটি

নীল বেদনা

গোটা দুনিয়া শূন্য হল

ঠিক ঐ মুহুর্ত্বের জন্য

ঘড়ির কাটা বন্ধ

বন্ধ ছিল হৃপিন্ড

মানুষ মায়ায় বন্দী

গভীর হালাল ভালবাসার

বেদনা এত তীব্র কেন?

বাবুটি ধীরে ধীরে

স্বাভাবিক হয়ে এল

তবু মৃদু কাপুনি এখনও কমেনি

প্রচন্ড ক্লান্ত বাবুটি কোলেই ঘুমে টলে পড়ল।

আল্লাহর প্রতি প্রশংসায় কাতর স্বস্তির নিঃশ্বাস।

একজন শহীদের স্মৃতিচরণ করছিল

গুটি কয়েক পরিবারের

কতক সদস্য

ঠিক ওখানে

একটু আগে এক বক্তা বলছিলেন

জীবনে যা ঘটনা ঘটা

আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন

তা ঘটবেই

যতটুকু যন্ত্রণা,কষ্ট আর পরীক্ষা

এই পৃথিবীর বুকে

নির্ধারণ করে রাখা আছে আল্লাহর বান্দার জন্য

আমি চাই বা না চাই

তা আমাকে পেতেই

হবে।

কেন এত মায়া তবুও অধৈর্য দুনিয়ার প্রতি?

কেন ভয় এত হারানোর, মৃত্যুর?

আমি ত মানুষ

তাই হয়ত।

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File