মাটির ঘর
লিখেছেন লিখেছেন নতুন মস ১২ নভেম্বর, ২০১৩, ১২:৩৭:১৭ রাত
ঝাপসা,
ঘন কুয়াশায় আবদ্ধ
বাতাস খুব শুষ্ক
শুকনো পুকুরের
পাড় জুড়ে
ভেজা ঘাসের উপর
বিন্দু বিন্দু জল
অপূর্ব...
স্মৃতিগুলো
ক্ষণে ক্ষণে বদলায়
কখনো শীত,
কখনোবা বর্ষা,
ডায়েরীর শেষ পাতায়
আটকে রাখা
কথার ছবি।
খোলা হয়না,
সময় ফিরে আসে না যে,
ধুলোর স্তুপ পড়ে
সব অচেনা।
মাটির ঘরে এখন
মাকড়সারা বাসা বেধেছে, খোলা উঠানে
এখন অনেক জঞ্জল
শুনেছি সাপ রয়েছে,
আর বারান্দার
চেয়ারটা...
তীব্র হাহাকার যেন
শূন্যতার প্রতীক।
মৌনতা..
চুপচাপ
মাঝে মাঝে খুব
অভিমান হয়,
কেন যেন এখন
আর কান্না পায় না
কিছুকে ঘিরে...
রাগ তা ত
রাক্ষস নিরবতা পেটে,
বাক স্বাধীনতা
অদৃশ্য আর্তনাদ মাত্র।
আমার গ্রাম,
আমার শীতকাল,
এই পৃথিবীটা অনেক ছোট
এখানে আমার শব্দের বিলুপ্তি ঘটেছে
সেই কবে...
শূন্যতা নেই,
নেই হাহাকার,
চাপা কষ্ট নেই,
যেহেতু আমার শব্দের অস্তিত্ব নেই,
তাই কার ভীর করার
অধিকার নেই
মাটির ঘরে।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন