সন্ধ্যাতারার বৃত্তাকার ভালবাসা

লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ নভেম্বর, ২০১৩, ০৬:৩২:৪২ সন্ধ্যা

বিকাল দেখ

ঐ যে আকাশের কোণে

ঢলে পড়ে রোদ

ঝিক মিক করে

কিছু চমত্‍কার আলো আপন মনে খেলা করে

সন্ধ্যাতারা উঠে

এরি মাঝে

কিছু কথার ঝুড়ি

ছন্দ কাব্যের ফুলছুড়ি

নিমিশেই কিছু মুহুর্ত্ব

উড়ে গেল

আনমনে কথায় কথায়

হারিয়ে গেল

মূল্যবান সময়

এ অবেলায় লালিমার মায়ায়।

বাহ!

মন্দ নয় ত

বেশ কিছু পবিত্র আলো

নিষ্পাপ হৃদয়ের অনুভূতিকে দোলা দিল

প্রশান্তি ঢেউ

বয়ে চলে বহুদুর

যাক এমন কেটে যাক বেলা

অজস্র বর্ষণে মুছে যাক সব হতাশা

নামুক এবার চারিধারে বৃত্তাকারে

ভালবাসার ঝর্ণাধারা।

(নতুন মস)

বিষয়: বিবিধ

৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File