"অভিমানী আলো তুমি"

লিখেছেন লিখেছেন নতুন মস ০২ নভেম্বর, ২০১৩, ০৬:২৮:৩৭ সন্ধ্যা

বিকেলের আলো ফুরিয়ে গিয়েছে

একটু আগে

যান,

বড় অভিমানী আলো মায়ায় জড়ানো এক টুকর মেঘ

কেড়ে নিল অবশিষ্ট আলোটুকু

তুমি আমার কথা শুনতে পাচ্ছ...

ও দাদী!

আরেকটা গল্প বলনা, জলপরীদের গল্প

তোমার ঐ হুক্কা টানার গল্পটা আমার

খুব ভাল লাগে

খুব মনে পড়ে

তুমি যখন লজ্জা লজ্জা হাসি দিয়ে ট্রেনে ঝাপ দিয়ে ওঠার গল্প বলতে

দাদী সব গল্প ফুরিয়ে গেল

ঐ সেদিন

যেদিন ওরা তোমাকে খাটিয়ায় শুয়ে দিল

আর তার আগে বড়ই পাতার পানি দিয়ে গোসল করাল

তোমাকে ওরা

দাদী!

বাড়ি থেকে নিয়ে গেল তুমি কি যান?

তোমাকে ওরা বাড়ি থেকে নিয়ে গেল কেন?

ওরা সবাই ফিরে এসেছিল আজ এই দিনে

কিন্তু তুমি আজও ফিরে আসনি

ঘুরে ঘুরে বছর থেকে বছর পেরিয়ে গেল

আজও এলে না।

তোমার জন্য যান,

সবাই দোয়া করে

তুমি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরকালীন জীবনে চলে গিয়েছ

আমরা ত বুঝি এটা

তুমি অনেক ভাল থেকে দাদী মা

আমরা সবসময় তোমাকে ভালবাসি

তোমার জন্য দোয়াটুকু

যত্ন করে রাখি।

সৃষ্টিকর্তা তোমাকে

ক্ষমা করে দিন

বেহেস্তে রাখুন

সেই কামনা আমাদের

চিরস্থায়ীভাবে

ভাল থেকো তুমি।

(নতুন মস)

(আজ থেকে দু বছর আগে এই দিনে দাদী ওপারে চলে যান)

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File