শাহাদাতের পাখিরা উড়ছে আসমানে
লিখেছেন লিখেছেন নতুন মস ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:০৫:৩৫ রাত
মাগো,
কাটাও তুমি
নির্ঘুম রাত।
দুঃস্বপ্নে
ঘুম ভাঙ্গে তোমার,
ঘুমের ঘোরে
কেঁদে ওঠ
খোকা বলে আবার।
মাগো খোকা তোমার জান্নাতের পাখি
উড়ছে শহীদ বেসে।
মাগো ৭১ আমি
দেখিনি মা,
দেখেছি ২০১৩ ।
কেন কাঁদ
মাগো তুমি,
কেঁদোনা আমার মা।
মা,
তোমার সন্তানের রক্ত
বৃত্তা যাবে না।
কোরআন আমার হৃদয় একেছিল,
রাসুল দেখিয়েছে পথ।
জিহাদ আমায়
শক্তি যোগায় বারংবার
আল্লাহর পথে চলতে।।
শহীদ মালেক
দুর আসমানে
পথে দাড়িয়ে
ডাকছে আমায় আয়,
সঙ্গী হতে
বড় মন চায়
একবার শহীদ হতে চাই।
কান্না কাঁদি
ছেড়ে মাগো
খোদার দুয়ারে
হাত দুটি তোল,
তোমার সন্তান শহীদে
বেসেই
এই বুজি ঘরে এল।
[আজ একটু আগে সাত জনের শাহাদাত বরণের কথা শুনলাম।আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাত কবুল করুন ।আমিন
]
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন