সন্ধ্যার আকাশে লালছে আভায় হেমন্ত
লিখেছেন লিখেছেন নতুন মস ২৭ অক্টোবর, ২০১৩, ০৫:৩৬:৪৩ বিকাল
ঐ নীল
মেঘ কালো
খন্ড খন্ড মেঘের মাঝে সূর্যের আলো
দুরে নারিকেল গাছ
মিনারের ফাঁক
দিয়ে উড়ে চলে
কিচির মিচির ডাক পাখপাখালির ঝাঁক
ওদের কলগানে মুখরিত
রাজ্য
জেগে ওঠে
আড়মোড়া দিয়ে
বিকালের ঘুমন্ত ঘুমপাড়ানিরা সারিবদ্ধ
হয়ে দাড়িয়েছে
নামাযের কাতারে
কাতর কন্ঠে প্রভুর দরবারে আকুতি
সিজদায় নত হয়ে
চেয়ে ছিল
ওরা শাহাদাত
বুঝি
মৃত্যু হবেই একদিন
প্রতিটি জীবন
চলে যাবে
তবুও সন্ধ্যার আকাশে লালছে আভা
প্রকৃতির মৃদু মন্দ বাতাস
সবুজ ঘাসের ডগার
উপর শিশির বিন্দু
জানিয়ে গেল
হেমন্ত এসেছে।
শীত শীত আমেজে
গল্প কবিতার মাঝে
উঁকি দিল
এক উজ্জল ধরণী।
বিষয়: বিবিধ
৮৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন