রক্তে ভেজা রাজপথ....
লিখেছেন লিখেছেন নতুন মস ২৫ অক্টোবর, ২০১৩, ০৬:২৪:০৯ সকাল
২৫ অক্টোবর, ২০১৩, ০৬:২৪:০৯ সকাল
>লালিমায় আঁকা আকাশ
আজ বিদ্রোহ হবে
ভেঙ্গে যাবে জালিমের ভিত,
জাগ্রত হবে
সত্যের সাথীদের সাহসী এক দল ....
ছুটে চলা তীব্র ঘন কালো মেঘের মাঝে
লালসে আভায় ছেয়ে যায় পৃথিবী
গভীর কোন দুঃস্বপ্নে,
দৃঢ় বিশ্বাসে ছুটে চলা মানুষগুলোর
ঢেউ উঠেছে ...
প্রচন্ড বাতাস আর বাতাসের অদৃশ্য ঘ্রাণ
হাতের শক্ত মুষ্ঠি,
পায়ে সর্বশক্তি,
ঐ ছুটে চলে এক দল কাফেলা
কন্ঠে তাদের তকবীর ধ্বনি.....
আল্লাহু আকবার
আল্লাহু আকবার।
ভয়হীন চোখে তাদের বিদ্রোহের আগুন
খন্ড খন্ড আবেগাপ্লুত শেষপ্রহরে
আজ রক্তে ভেজা রাজপথে
ছোপ ছোপ দাগ..
তবুও কেউ থামে না কেউনা
তীব্র ইচ্ছে জাগে ছুঁতে
পবিত্র রূহদেরকে
যারা ছুটে যায় ....যাচ্ছে ...
যেতে চায় ঐ জান্নাতের দিকে
নেক নিয়তেই ওরা ছুটে যায়
মুখে তাদের প্রশান্তির হাসি খেলা করে
আকুলতা মনে জান্নাতে যাবে বলে,
ঐ দুর আসমানের পাণে
তাকিয়ে থাকা
লালিমায় ঢাকা ঝরা কিছু ফুল
এই অবেলায় ঝরে পড়ে।
ঐ ঈমানী দীপ্ত চোখগুলো
ছুটে চলে,
ওরা আলোময় ফুটফুটে ফুলের মত নিষ্পাপ।
একমাত্র স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে
বিজয় আনতে চায় ওরা,
সবুজ পোশাকের প্রহরী
পবিত্র আত্নাদের প্রতি সালাম।
ইসলাম ....
পৃথিবীর বুকে যার নাম শুধু বিজয়ের স্বপ্ন নয়,
বরং প্রশান্তির সন্ধান দান।
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন