ঈদ সংখ্যা (অবিচার)
লিখেছেন লিখেছেন নতুন মস ১৬ অক্টোবর, ২০১৩, ০৪:১৮:৩০ বিকাল
ছোট বেলা থেকেই ঈদের দিনটা ছিল মুক্ত স্বাধীন।কোরবানী ঈদের দিন গ্রামে ঘুরে ঘুরে গরু জবাই করা দেখতাম।বেশ আনন্দদায়ক একটা কাজ।গরীবদের জন্য যে অংশটি থাকত সেই অংশটি যখন বিলি করত তখন কেন যেন মনে হত অনেকেই তাদের প্রাপ্য অধিকারটি দিত না।কাউকে কাউকে দেখতাম দিচ্ছি ঠিকই কিন্তু ঐ গরীব মানুষকে খুব হেও আর ধমক দিয়ে কিছু মাংস দিয়ে বিদায় করে দিত।
ব্যাপারটা ঠিক এমন মতে একটা ঘৃণীয় আজব প্রাণী সামনে এসেছে যাদের পোশাক নোংরা যারা মানুষের কাছে হাত পাতে।যাদের অধিকাংশ কথায় থাকে গেয়ো অশ্লীল অগোছানো তাদের দ্রুত বিদায় করাটি কল্যাণজনক।আজ একটি ঘটনা শুনলাম...
একজন রিক্সা চালক রাস্তা দিয়ে যাওয়া সময় রাস্তায় ধারে গরু(ঢাকা শহরের কমন দৃশ্য রাস্তার)ছিল ফলে লোকটার রিক্সা নিয়ে যেতে সমস্যা হচ্ছিল।
রিক্সা ওয়ালা একটা মন্তব্য করে ঐ গরুর মালিককে উদ্দেশ্য করে।
লোকটা হাতে ছুরি নিয়ে রিক্সা ওয়ালাকে মারতে যায়।টেনে হেছড়ে রিক্সা থেকে নামিয়ে মাটিতে বসায়।
কি অদ্ভুত পৃথিবী?
আমার যাতায়াতে প্রায় লোকাল বাসেই করা পড়ে বেশি ।সেই সব লোকাল বাসের ড্রাইভার হেল্পারের মুখের ভাষা খুব অশ্লীল যার ফলে ওদের দিকে তীব্র ঘৃণা দৃষ্টিতে আমরা তাকায়।
কেউ কি কখন চিন্তা করেছে ওদের বেড়ে ওঠার পরিবেশ ?
ওদের সঙ্গী সাথীদের অবস্থান নিয়ে কেউ কি কখন ভেবে তাদের সাথে সুন্দর হাসি মুখে তাদের সুখ দুঃখের সাথে সমবেদনা জানায়।
জানায় না।
ঐ রিক্সা ওয়ালার প্রতি ঐ কোটি পতি রক্তখেকো ছুরি ওয়ালা লোকটারও আসেনি।
আমাদেরও আসে না যখন আমরা গরীব মানুষগুলোর প্রাপ্ত হক দেওয়ার সময় দুর দুর করে অসন্মানের সাথে বিদায় জানায় আর কোটি পতি কোট পেন্ট পড়া লোকদের সোফায় বসতে দেই।
দারিদ্রতা প্রতি এই বৈষম্য দুর হবে না যতদিন পুজিবাদী চিন্তা মাথা থেকে দুর হবে না।
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন