কোরবানী (বিষণ্নতাময় আনন্দ)

লিখেছেন লিখেছেন নতুন মস ১২ অক্টোবর, ২০১৩, ০৮:২৯:১২ রাত

আজকে যখন বিকেল বেলা অঝোর ধারার বৃষ্টি হচ্ছিল তখন অজান্তেই মনের আঙ্গিনাতেও ঝড় উঠেছিল।খুব খুব বিনা বাক্যে কষ্ট পাচ্ছিলাম।

ভাবছিলাম কষ্টগুলোকে চোখের জল দিয়ে ধুয়ে দেই।তবে বৃষ্টির অঝোর ধারা কাঁদতে বাধা দিল।আকাশ থেকে অজস্র জলকণা রহমত বর্ষিত হচ্ছে আর আমি বোকার মত বসে বসে কাদব।যদিও অনেক দিন আমি আমার দাদা দাদীর কবরগুলো দেখিনি তাদের ১০০বছরের চেয়েও পুরনো মাটির ঘরটিতে অনেক অনেক দিন ঢুকিনি।বড় কঠিন দমন করা মাঝে মাঝে ইচ্ছেগুলোকে।

কোরবানী মানে ত পশু জবাই করা ,মজা করা,নামাযে যাওয়া আর শুধু ঘুরাঘুরি নয় বরং আরো অনেক কঠিন কিছু ত্যাগ করাকে বুঝায়।যারা বাবা মাকে ছেড়ে বিদেশে আছে তাদের কষ্ট ত আরো গভীর।

আমার মত অবুঝদের গ্রামে না যেতে পারার বোবা কান্নার বহিঃপ্রকাশ নয়। বরং নিজের প্রিয় ইচ্ছেকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরবানী বা

আত্নত্যাগ করা খুশি মনে এর নামই মনে হয় কোরবানী।আশে পাশের প্রিয় ব্যক্তিরা এখন একটু বিপদে।তাদের পাশে যদি বিপদে না থাকি তবে কখন থাকব।মাঝে মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া পাওয়া গুলোকে কোরবানী দিতে কষ্ট হয়।অনেক আগেই একদিন ঘুম থেকে উঠে দেখি হঠাত্‍ করেই আবেগ শূন্য হয়ে গিয়েছে ঈদ মার্কেটের চাওয়া পাওয়াগুলোর প্রতি।ঈদ মার্কেট হল কি হল না এই প্রশ্নগুলো কার কাছ থেকে শুনতে পেলে নিরবে হাসি পায়।কিন্তু একটা সময় ছিল কত উচ্ছ্বাস কত অপেক্ষা।আবার একটা সময় আসবে হয়ত।কোরবান হয়ে যাচ্ছে ঈদের কেনাকাটা।কোনই আফসোস নেই।

বরাবরিই দাদা দাদীর সাথে গ্রামে ঈদ করার তীব্র বাসনা ছিল।হঠাত্‍ করে ফিকে হয়ে গেল সেই রঙ্গিন সব স্মৃতিগুলো তাদের হারিয়ে।এখন আর উচ্ছ্বাস আসে না।কোথাও ঘুরতে যেতেও মন চায় না। প্রতিদিনের মত ঈদ একটা সাধারণ দিন হচ্ছে ত দিনকে দিন।সাধারণ দিন বললেও ভুল হবে বিষণ্নতায় ডুব দেওয়া একটা দিন।ঘুমন্ত ঈদে ঢাকা বিষণ্নতা।

যেমনটা দাদা দাদীকে ভালবাসার যায়গাটি এখন শূন্য অনুভূতিতে জড়ানো থাকে।তেমনি অতীতের ঈদের আনন্দগুলোকে একটা গর্তে ফেলে দিয়েছি।

তবে দেখতে দেখতে ইট কাঠ পাথর আর বালিময় ঢাকা শহরে উড়ন্ত প্লেনের মত আবেগগুলোও এখন এলোমেলো ভাবেই আকাশে উড়তেই ভালবাসে।এক রকম পরিবেশের সাথে খাপ খেয়েছে।ছুটির মৌসুমটি খুব বিরক্তকর কাটে।অনেকটা একঘেয়েমি।ঘড়ির কাটা স্থির থাকে প্রতিমুহুর্ত্বেই যেন।সেদিন আমাদের একজন সাইকোলজির টিচার বলছিলেন কোন কারণ নেই তবুও কেমন যেন মন খারাপ বিষণ্নতা ছেয়ে ধরে কোন কোন দিন।স্যার অজান্তেই এক রোগ আমাদের মধ্যে ঢুকে দিয়েছেন

ফলে আমিও আবিস্কার করলাম বিষণ্ন জগতে টুক করে ঢুকে চুপচাপ মন খারাপ করে বসে থাকার মধ্যেও এক ধরনের আনন্দ আছে।

যার নাম দেওয়া যেতে পারে বিষণ্নতাময় আনন্দ।

বিষয়: বিবিধ

১৭০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File