প্রতিভাবান ব্যক্তি

লিখেছেন লিখেছেন নতুন মস ০৩ অক্টোবর, ২০১৩, ০৪:১২:৩৫ বিকাল

সুন্দরবনের কোল ঘেষে কোন এক জেলায় এক চমত্‍কার নীড়েলা রাজ্যে ওর বেড়ে ওঠা।ওদের বাড়ি থেকে কয়েক কিলো দুরে ষাট গম্বুজ মসজিদ।

খুব শান্ত এবং তুখোড় মেধাবী বালিকা।গানের কন্ঠও মিষ্টি মধুর।বাবা তিন তিনবার চেয়ারম্যান এলাকার।জেলা শহরে আর ঢাকার পাশের জেলায় ওদের নিজ্বস বাড়ি আছে।ওরা প্রায় সব ভাইবোনেরাই মেধায় এগিয়ে আছে।সবসময় দেখতাম ওকে হাসিখুশি আর প্রফুল্ল মন।আগে ত ক্লাসে গান শুনাত আমাদেরকে।ওর চমত্‍কার চারিত্রিক সৌন্দর্য খুব সরল, হিংসা আর অহংকার মুক্ত আবেগী বালিকা আমি ওকে কখন আগ বাড়িয়ে ঝগড়ায় লিপ্ত হতে দেখিনি।

তবে বেশ কিছু মাস থেকেই খুব

খুব মনমরা,ক্লান্ত,মুখে ঝুলানো একটা রাবারের মত মায়াবী হাসি

যদিও থাকে

তবুও কোন প্রাণ নেই সেই হাসিতে।

কখন কখন ভাবি ক্লাসমেটদের এই অল্প সময়ে কত না পরিবর্তন ঘটছে নিরবে হয়ত অনেক গুলো জানিই না।ইচ্ছাও নেই।

যত কম মানুষকে নিয়ে গাটাগাটি করা যায় ততই ভাল।তাহলে সকলের সম্পর্কে পজেটিভ ধারণা পোষণ করেই চমত্‍কারভাবে বন্ধনগুলো শেষ পর্যন্ত ধরে রাখা যাবে।

আজও ওর মন প্রচন্ড খারাপ।

Psychology তে পড়তে এসে নোট ল্যাব খাতা লিখতে লিখতে Psycho হয়ে যাচ্ছি।

ওকে বললামঃ

গান গাও।লেখাটি শেষ করি।

ও প্রথমে পুরোপুরিই অনাগ্রহ পোষণ করল।

মন খারাপ বেচারীর।

নাছোড়বান্দা আমি অতঃপর প্রায় আধা ঘন্টা গান গাইলেন তিনি।ওর অনুভূতি ছিল ঠিক এমন-

খুব ভাল লাগছে দোস্ত।তুই যে আমার একজন শ্রোতা হয়ে গান শুনলি

দেখ কতদিন গান গাই না।গান গেয়ে ভাল লাগছে।সুবর্ণ সুযোগ উপদেশ দেওয়ার অহেতুক আমি মিস করব কেন:-)

শোন তুই গান গাইতে পারিস এটা তোর একটা চমত্‍কার গূন এভাবে কোন কারণে মন খারাপ হল বলেই গান ছেড়ে দিলি।মানুষ ত চাইলেও গান গাইতে পারে না।

ছেড়ে দেওয়ার দরকার কি?দেখ, আমি তেমন ভাল লিখতে পারি না প্রচুর বানান ভুল ছন্দের গদ্যের মধ্যে ও ভুল করি।কিন্তু একটা লেখা লিখে আমি নিজেই পড়ি ভুল জিনিসটাই পড়তে মজা লাগে।তাহলে তোরও ত চর্চা করা উচিত।আমার ত ধারণা মন খারাপ থাকতেই আরও চমত্‍কার গান গাইতে পারার কথা।ও অবশেষে মেনে নিল।ও বলছিল...

মন খারাপ থাকতেই প্রচুর পরিমাণে আবেগ আসে তখনই গান গাওয়া ত ভাল।আমিও অবশেষে জানতে পারলাম যে,

খুব চিন্তার খাদ্য হচ্ছে প্রচুর পরিমাণ আবেগ,

যা দিয়ে যে কোন কাজ করাই বিপদজনক শুধুমাত্র গান ব্যতিত।

নতুন মস

বিষয়: বিবিধ

৯৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File