" প্রশ্নময় চূর্ণ বিচূর্ণ ফলাফলের রহস্য"

লিখেছেন লিখেছেন নতুন মস ০২ অক্টোবর, ২০১৩, ১১:৩১:৪২ রাত

একটু একটু বিদ্যুতের রেখা টানছে আসমান আপন মনে যেমনটি অদৃশ্য বন্ধনগুলো টানে প্রকৃতি।

আবার কয়েক সেকেন্ডের মধ্যেই হৃদয়ে তীব্র বিস্ফোরণ ঘটে!দর্শকদের সেকি আহাজারি

সত্যি!!! দেখার মত।আহ...

চমক করা প্রকৃতিতে জড়িয়ে থাকে চমক চমক মন।

বারান্দার গ্রিল ভেজা, বাতাসে চির চেনা ঘ্রাণ, আর সাথে কয়েক মুঠো ধূলোকে মিশে দিতে জলের ঝাপটা এগিয়ে আসে।

ধূয়ে মুছে পরিস্কার করে দেয় পৃথিবী।অন্ধ দর্শকরা আরও জটলা পাকিয়ে এগিয়ে যেতে উত্‍সাহ যোগায়।লেখার আগেই চিন্তিত।

সবুজ গাছেরা ছবি আঁকবে শুনে,নদীর ঢেউ সাথেই থাকে

আর পাল তোলা নৌকারা ত আছেই ওদের ছাড়া জমবে না আসর আমার ছোট্ট জগতে।কিন্তু ঐ দুরে যেখানে

দূর্গার সীমানা শেষ হয়েছিল সেখানে বুদ্ধিমতীদের কয়েকটি পাহাড় খাড়া দাড়িয়ে তামাশা দেখে আপন দর্শণে বাকা হাসির রেখা টানছে ঠোটে।অনেক গুলো অমৃত বানী ছুটে আসে কল্পনার কাল্পনিক জগতে।

কেউ দিচ্ছে উপদেশ কেউবা ঘৃণাক্রান্ত মন অথবা হিংসায় আসক্ত ছন্দের খেলা খেলছে আপন আর গোপন ঢং এ।একটা দীর্ঘশ্বাস বিপ্লবীদের জন্য।

কি নিয়ে কিযে হল?শূন্য ইসলামিক চিন্তাধারা কেমন করে ফানুসের পিছে বুদ্ধি অপচয় করে।অদ্ভুত!!!

মস্তিষ্কের কোন নিউরণ অন্য নিউরণকে ডিস্টার্ব করার ফলে কগনেটিভে স্পর্শ লেগেছে প্রচন্ড ঘুমন্ত অনুভূতি বাস্তবতাকে শেষ করে

গভীর আধারের অতল রাজ্যে তলিয়ে যাচ্ছে।বুদ্ধি হচ্ছে অদৃশ্য ক্ষমতা যা নৌকার পাল তোলা ঐ পথযাত্রীদের হয় কিনারে নয়ত নিয়ে যাবে হারিয়ে যাওয়ার জগতে।হারিয়ে যাওয়ার কোন নিয়ম নেই তবে হারানোর পথ আবিস্কার করে দিয়েছে বুদ্ধিমতিরা সন্দেহের বেড়াজালে আটকে দিয়েছে কিছু বোকা বিবেকহীন দেহময় জীবনকে।একটা বিঞ্জানের কাল্পনিক রহস্যজনক চরিত্রের মত সবার চরিত্রকে ভয়ানক রহস্যময় রূপ দেব ভাবছি।কল্পনা দেখা অনেক সহজ যে সাইন্স ফিকশন লিখব তবে অবশ্যই কল্পনা গতিময় রাখতে হবে।কপালেও ত থাকতে হবে তা না হলে মস্তিষ্কেই নিরব বিস্ফোরণ ঘটতে পারে "প্রশ্নময় চূর্ণ বিচূর্ণ ফলাফল" আমার লেখা প্রথম "সাইন্স ফিকশন" হবে ইনশা আল্লাহ।

শুরু হবে শীঘ্রই।তবে এই লেখাটিও অসম্পূর্ণ রেখেই পর্ব শেষ করব ভাবছি।[যদিও আমি পুরো একটা সাইন্স ফিকশন পড়ার ধৈর্য এখন পর্যন্ত অর্জন করিনি।তাই দয়া করে আপনারা পড়বেন।তবুও অদম্য ইচ্ছে ভুলই একটা লেখার আগমন ঘটাতে আগ্রহী...অধিকাংশ চরিত্রই কাল্পনীয় তবে সবগুলো অবশ্যই নয়।]

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File